আন্দ্রি লুনিন

আন্দ্রি লুনিন (ইউক্রেনীয়: Андрій Олексійович Лунін; জন্ম ১১ ফেব্রুয়ারী ১৯৯৯) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবলার, যিনি একজন গোলকিপার হিসেবে জনপ্রিয় স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ-এর হয়ে খেলে থাকেন।

আন্দ্রি লুনিন
২০১৬ সালে লুনিন তার পুরোনো ক্লাব এফসি দ্নিপ্রো-এর সাথে।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রি অলেকসিওভিচ লুনিন
জন্ম (1999-02-11) ১১ ফেব্রুয়ারি ১৯৯৯
জন্ম স্থান ক্রাসনোহরাড, খারকিভ ওবলাস্ট, ইউক্রেন
উচ্চতা ১.৯১ মিটার
মাঠে অবস্থান গোলকিপার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০১২–২০১৫ মেটালিস্ট খারকিভ
২০১৫–২০১৬ এফসি দ্নিপ্রো
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৬–২০১৭ দ্নিপ্রো ২২ (০)
২০১৭–২০১৮ জরয়া লাহান্সক ২৯ (০)
২০১৭– রিয়ার মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৪-২০১৫ ইউক্রেন অনুর্ধ-১৬ (০)
২০১৫–২০১৬ ইউক্রেন অনুর্ধ-১৭ (০)
২০১৬ ইউক্রেন অনুর্ধ-১৮ (০)
২০১৭ ইউক্রেন অনুর্ধ-১৯ (০)
২০১৭– ইউক্রেন অনুর্ধ-২১ (০)
২০১৭– ইউক্রেন (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২২ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

খেলোয়াড়ী জীবন

লুনিন, এফসি মেটালিস্ট স্পোরটিভ ইয়থ স্কুল (প্রথম ক্রীড়াশিক্ষক ছিলেন ওলেকসান্ডার খারাভ্রোব) এবং এফসি দ্নিপ্রো ইয়থ স্পোরটিভ স্কুল সিস্টেমসের সৃষ্টি (প্রথম ক্রীড়াশিক্ষক ছিলেন কসটায়ানটিন পাভলিওচেনকো)।

২০১৬ সালে গ্রীষ্মের পর থেকে, ইয়থ স্পোরটিভ স্কুল থেকে স্নাতক করার পর, তিনি ইউক্রেনের ফুটবল ক্লাব এফসি দ্নিপ্রো-এর সাথে খেলেছেন। মূল দলের স্কোয়াডে, ২০১৬ ১৬ই অক্টোবর ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ-এ আরেক ইউক্রেনীয় ক্লাব এফসি কারপেটি লেভিব-এর বিপক্ষে ম্যাচ শুরুর প্রথম স্কোয়াডে লুনিনের অভিষেক হয়।[1]

রিয়াল মাদ্রিদ

২০১৮ সালের ১৯শে জুন, বিশ্ববিখ্যাত স্পেনীয় ফুটবল ক্লাব, রিয়াল মাদ্রিদ, ইউক্রেনিয়ান ফুটবল ক্লাব জরইয়া লাহান্সক"-এর সাথে একটি চুক্তিতে পৌছে, প্রতিবেদন অনুযায়ী তারা লুনিনকে চুক্তিতে আনার জন্য €৮.৫ মিলিয়ন ইউরোর পাশাপাশি আরো ৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে।[2] ২০১৮ ২২শে জুন, লুনিন স্পেনীয় ক্লাবটির সাথে ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করে।[3]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" Ліга Парі-Матч. 11 тур. Матч № 66 16 October 2016. (Ukrainian ভাষায়)। UPL Official Web Site। ১৬ অক্টোবর ২০১৬। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮
  2. Real Madrid sign goalkeeper Andriy Lunin, UNIAN (20 June 2018)
  3. "Official Announcement: Andriy Lunin"Real Madrid C.F.। ২২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.