আন্দামান দ্বীপপুঞ্জ

আন্দামান দ্বীপপুঞ্জ (Hindi: अण्डमान द्वीप समूह, /əŋdmɑːn d̪ʋiːp səmuːɦ/) বঙ্গোপসাগরের বুকে অবস্থিত একটি সামুদ্রিক দ্বীপপুঞ্জ। এটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ। পোর্ট ব্লেয়ার এই দ্বীপপুঞ্জের প্রধান বসতাঞ্চল এবং সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনিক কেন্দ্র। আন্দামান দ্বীপপুঞ্জের দ্বীপগুলিকে দুটি জেলায় ভাগ করা হয়েছে যথা উত্তর ও মধ্য আন্দামান জেলা এবং দক্ষিণ আন্দামান জেলা

আন্দামান দ্বীপপুঞ্জ

নামকরণ

বিভিন্ন ঐতিহাসিকদের মতে "আন্দামান" শব্দটির উৎপত্তি সংস্কৃত, হনুমান শব্দটির মালয় রূপ "হন্ডুমান" এবং হন্ডুমান থেকেই আন্দামান শব্দটির উৎপত্তি[1]

তথ্যসূত্র

  1. William Wilson Hunter, James Sutherland Cotton, Richard Burn, William Stevenson Meyer (১৯০৮), Imperial Gazetteer of India, Great Britain India Office, Clarendon Press, ... The name has always been in historical times some form of Andaman, which more than probably represents Handuman, the Malay from Hanuman, treating the islands as the abode of the Hindu mythological monkey people or savage aboriginal ...

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.