আদালত (টেলিভিশন ধারাবাহিক)
আদালত (ইংরেজি: Adaalat) হল একটি ভারতীয় টেলিভিশন আদালত বিষয়ক সিরিজ যেটি সনি আট এ প্রচারিত হয়ে থাকে।[1][2] অনুষ্ঠানটি এ্যাডভোকেট কে,ডি, পাঠক নিয়ে গড়ে উঠেছে যিনি একজন প্রতিরক্ষা আইনজীবী হিসেবে অনবদ্য জয়ের রেকর্ড সৃষ্টি করেছেন এবং সত্য পক্ষাবলম্বী অসহায় নিরপরাধ ব্যক্তি কিন্তু মিথ্যা মামলার শিকারীদেরকে তিনি বিনামূল্যে আইনী লড়াইয়ে লড়েন। কেডি একজন ভদ্র পরিশীলিত, বিদগ্ধ এবং এখনো রীতিবিরুদ্ধ আইনজীবি হন। তার সাফল্যের হার (শতভাগ) ১০০% কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কে ডি কেবলমাত্র তার মক্কেলের জন্য লড়েননা বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। আদালত প্রচারিত হয় প্রতি শনি ও রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮.৩০ পর্যন্ত। আদালত আরও প্রচারিত হয় সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এশিয়া চ্যানেলে। এছাড়াও আদালত বাংলা ভাষায় ডাবিংকৃত সনি আট চ্যানেলে ভারতীয় সময় রাত ১০.০০ প্রতি বৃহস্পতিবার-শুক্রবার প্রচারিত হয়।[3]
আদালত अदालत Court | |
---|---|
![]() আদালত ধারাবাহিকের পোস্টার | |
Adalat | |
পরিচালক | রজন ওয়াগধরে রাজেশ রানসিংগে |
রচয়িতা | আরশাদ সাঈদ ডিজে |
দৈর্ঘ্য | প্রায় ৪৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি, বাংলা |
শ্রেষ্ঠাংশে
- রনিত রায় - এ্যাডভোকেট কে.ডি. পাঠক / কে.ডি. শেখওয়াত
- রমিত রাজ - বরুন জাবেরী (কেডির সহকারী)
- সারমান জৈন - শারমান (কেডির সহযোগী)
- প্রেরনা ওয়ানভেরী - সুনাইনা (কেডির সহযোগী)
- অজয় নায়েন - ইন্সপেক্টর শ্রীকান্ত ডেভ
- নিলুফার - মিসেস বিলুমরিয়া
- রাজা চৌধুরী - ইন্সপেক্টর সুরাজ রাথোড
প্রসিকিউশন আইনজীবী
- আনান্দ গরাদিয়া - ইন্দ্র মোহন জাসওয়াল
- অমি ত্রিবেদী - মিসেস দীক্ষিত
- সায়ন্তনী ঘোষ - প্রনালী গুজরাল
- রাখসান্ধা খান - মিস প্রতিজ্ঞা
- কারিশমা তান্না - আনুশকা জাফরী
- অশ্বিতা ধাওয়ান - মানজুলা ত্রিপতী
- গৌরব চোপড়া - বিশ্বজীত রনায়ন্ত
- মনিনী মিশ্র - মিস দেব্যানী বোস
- শ্বেতা কায়াত্রা - সারভীন খারানা
- রূপালী গাঙ্গুলি - রোহীনি মালিক
- নাগেশ ভোসলে - শরদ ভোসলে
- সেলিম শাহ - মি. সোধি
- শ্বেতা কেসওয়ানি - মিস. কেসওয়ানী
- বিনয় আপতে - মেঘরাত রানে
- গীতাঞ্জলী টিকেকার - মিস. শিলকদার
- বেদ থাপার - মি. কোরেশী
- প্রমোদ মৌথু - শি. অভাতারামনি
অনান্য চরিত্রে
- যশ দাশগুপ্ত - ভিরাজ
- আদিত্য শ্রীবাস্তব - সিআইডি ইন্সপেক্টর অভিজীত
- আরিফ জাকারিয়া - ড. পারানজেবী
- রাজ প্রেমী - ধিনকার ভা
- ইলিয়াছ খান - অণুরাগ / বিরাত
- দিব্যানকা ত্রিপাঠী - কুমুদ শার্মা
- শ্বেতা তিওয়ারী - রেবতী নাগপাল
- বিশাল পুরী
- রাজা চৌধুরী - ইন্সপেক্টর
- ডলি বেন্দ্রে
- অমিত পাছোরী
- ভারতী সিং - আরতী সিনহা
- হুনার হলি - বর্ষা দীক্ষিত
- বিপি সিং - ডিসিপি চিত্রল
- ইয়াসির শাহ - গৌরাঙ্গ
- রশনী চোপরা
- রাহুল কুমার
- রিশীকা মিহানী - রাশী চোপরা
- ঋতু দুধানী - সানিয়া
- মানব গহিল - কেডির ভাই
- দর্শন জারিওয়ালা - করনবীর শেখওয়াত (কেডির বাবা)
- মায়া আলাগ (কেডির মাতা)
- অলোক বারন্দাজ - মনোজ
মুখ্য চরিত্র
ভারতীয় অভিনেতা রনিত রায় আদালতের প্রধান চরিত্র কে,ডি, পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন। কেডি হলেন এ্যাকজন প্রতিরক্ষা আইনজীবি এবং সর্বদা একটি নাটকীয়তার মাধ্যমে তার মক্কেলকে রক্ষার করে থাকেন যদি তিনি নির্দোষ হন। কেডি পাঠক কেডি শেখওয়াত নামেও পরিচিত।
আদালতের পর্বসমূহ এবং প্রচার সময়
১. সুপারস্টার রেহান খান কে গুলি করে হত্যা - ২০-১১-২০১০
২. নমদেব ব্যাংক ডাকাতি কেস - ২৭-১১-২০১০
৩. সিআইডি অফিসার অভিজিত আদালতে - ০৪-১২-২০১০
৪. নিন্দের রোগ মৃত্যুর বাহানা - ১১-১২-২০১০
৫. জাদুগরের খুনি তলোয়ার - ১৮-১২-২০১০
৬. দিল্লী হাই কোর্টে কেডি - ২৫-১২-২০১০
৭. মহিলা ক্রীড়াবিদ কেস - ০১-০১-২০১১
৮. মূখ্যমন্ত্রীর খূনী কে? ০৮-০১-২০১১
৯. স্বামী অগ্নিদেব মার্ডার কেস - ১৫-০১-২০১১
১০. বিশ্বাসী কুকুরের তিনতিন বয়ান - ২২-০১-২০১১
১১. সার্কাসে খুনী কে? - ২৯-০১-২০১১
১২. খুনি আত্তা আদালতে - ০৫-০২-২০১১
১৩. ভ্যালেন্টাইন্স পার্টিতে খুন - ১২-০২-২০১১
১৪. বক্সিং রিং এ খুন - ১৯-০২-২০১১
১৫. মুভি থিয়েটারে খুন - ২৬-০২-২০১১
১৬. আত্মার রহস্য - ০৫-০৩-২০১১
১৭. কে.ডি. পাঠককে জীবিত দাফন - ১২-০৩-২০১১
১৮. খুনীর ওজন ৩৪৫ কেজি-১৩-০৩-২০১১
১৯. ফ্লাইটে অজানা খুনির রহস্য - ১৯-০৩-২০১১
২০. কে.ডি. পাঠক জেলে - ০২-০৪-২০১১
২১. লিফটে খুন - ০৯-০৪-২০১১
২২. খুনী মৃর্তি - ১৬-০৪-২০১১
২৩. গীর্জায় খুন- ২৩-০৪-২০১১
২৪. অপরিচিত ঘরের কাহিনী - ৩০-০৪-২০১১
২৫. নৌকায় মধুকরকে হত্যা - ০৭-০৫-২০১১
২৬. রাতের রাজা সাম্রী - ১৪-০৫-২০১১
২৭. ডন খুনের গল্প - ২১-০৫-২০১১
২৮. ড. জয়ন্ত কে নিজ ফ্ল্যাটে হত্যা - ২৮-০৫-২০১১
২৯. ম্যারাথন দৌড়ে খুনী - ০৪-০৬-২০১১
৩০. বুলদার খুনীর গল্প - ১১-০৬-২০১১
৩১. কেডি বনাম কেডি ১ম পর্ব - ১৮-০৬-২০১১
৩২. কেডি বনাম কেডি ২য় পর্ব - ১৯-০৬-২০১১
৩৩. মউতের পেয়ালা - ২৫-০৬-২০১১
৩৪. ফ্যাশন শো তে খুন ২৬-০৬-২০১১
৩৫. চিঠি দ্বারা মৃত্যু - ০২-০৭-২০১১
৩৬. কেডি পড়েছে ফাদে - ০৩-০৭-২০১১
৩৭. টিভি শো তে আসল খুনী কে? ১ম পর্ব - ০৯-০৭-২০১১
৩৮. টিভি শো তে আসল খুনী কে? ২য় পর্ব - ১০-০৭-২০১১
৩৯. খুনের কোপ - ১৬-০৭-২০১১
৪০. খুনের সম্পর্ক - ১৭-০৭-২০১১
৪১. কে.ডি. পাঠকের চ্যালেঞ্জ - ২৩-০৭-২০১১
৪২. হোস্টেল আত্মহত্যার কাহিনী - ২৪-০৭-২০১১
৪৩. ভালবাসার নাম হত্যা - ৩০-০৭-২০১১
৪৪. মারদাঘার খুনের রাজ - ৩১-০৭-২০১১
৪৫. শেখর খুনের গল্প - ০৬-০৮-২০১১
৪৬. কৌতুকাভিনেতা কি খুনী? - ০৭-০৮-২০১১
৪৭. সি.এম. গোপন তালিকা গল্প - ১৩-০৮-২০১১
৪৮. মাসুম গাভাহ (পর্ব ১) - ২০-০৮-২০১১
৪৯. মাসুম গাভাহ (পর্ব ২) - ২০-০৮-২০১১
৫০. কেডি যখন খুনী - ২৭-০৮-২০১১
তথ্যসূত্র
- "Adaalat to go off air"। The Times of India। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৫।
- http://www.setindia.com/show_details.php?sid=58
- "Ronit Roy to be back with 'Adaalat' season 2"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬।
- http://www.setasia.tv/en-ae/show/76/adalat.html