আগা আহমদ আলী

আগা আহমদ আলী ইস্পাহানী (১৮৩৯ - ১৮৭৩) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ ও ফার্সি ভাষার সাহিত্যিক। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি এশিয়াটিক সোসাইটির পক্ষে বহু গ্রন্থের সম্পাদনা করেছেন। তার রচিত উর্দু গ্রন্থ রিসালা-এ-মুখতাসেরুল ইশতেকাক (১৮৭১)।[1]

তথ্যসূত্র

  1. কানিজ-ই-বাতুল। "উর্দু"বাংলাপিডিয়াবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.