আকন্দ
আকন্দ এক প্রকারের ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম Calotropis gigantea (C. procera)। গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক, পাতা মানুষ হন্তারক বিষ।
আকন্দ Calotropis gigantea | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Magnoliophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Gentianales |
পরিবার: | Apocynaceae |
উপপরিবার: | Asclepiadoideae |
গণ: | Calotropis |
প্রজাতি: | C. gigantea |
দ্বিপদী নাম | |
Calotropis gigantea (L.) W.T.Aiton | |
প্রতিশব্দ[1] | |
|
পরিচিতি
আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত: ৩-৪ মিটার পর্যন্ত উচুঁ হয়ে থাকে। আকন্দ দুই ধরনের গাছ শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রং এর হয়ে থাকে। গাছের পাতা ছিড়লে কিংবা কান্ড ভাঙ্গলে দুধের মত কষ (তরুক্ষীর) বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোটের মত। বীজ লোম যুক্ত,বীজের বর্ণ ধূসর কিংবা কালচে হয়ে থাকে।
প্রাপ্তিস্থান
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলংকা, ভারত, চীন, পাকিস্থান, নেপাল,[2] পাওয়া যায়। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। রাস্তা পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়।
রাসায়নিক উপাদান
পাতায় এনজাইম সমৃদ্ধ তরুক্ষীর বিদ্যমান। এতে বিভিন্ন গ্লাইকোসাইড, বিটা-এমাইরিন ও স্টিগমাস্টেরল আছে।
ব্যবহার্য অংশ
ছাল,পাতা,ফুল ও কষ
গুনাগুন
বায়ুনাশক, উদ্দিপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক। প্লীহা, দাদ, শোথ, অর্শ, ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী। ইহার ফুল ডায়েবেটিস এর জন্যে বিশেষ উপকারী বলে মনে করা হয়।
বিশেষ কার্যকারিতা
বায়ুনাশক, পাকস্থলীর ব্যথা ও হজমকারক[3]
ছবি।
- আকন্দ
- ভারতের হায়দ্রাবাদে আকন্দ ফুল
- আকন্দ ফুল
- ফল, ফুল ও পাতা
- ফল ও পাতা
- আকন্দ
তথ্যসূত্র
- "The Plant List: A Working List of All Plant Species"। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪।
- Bingtao Li; Michael G. Gilbert; W. Douglas Stevens, "Calotropis gigantea (Linnaeus) W. T. Aiton, Hortus Kew. ed. 2. 2: 78. 1811", Flora of China online, সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫
- আঃ খালেক মোল্লা সম্পাদিত;লোকমান হেকিমের কবিরাজী চিকিৎসা; আক্টোবর ২০০৯; পৃষ্ঠা- ১৫৩-৫৪
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আকন্দ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |