আওলাদ হোসেন চাকলাদার

আওলাদ হোসেন চাকলাদার (১৯৫০/৫১ – ৪ ফেব্রুয়ারি ২০১৯) একজন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ছিলেন।

আওলাদ হোসেন চাকলাদার
জন্ম১৯৫০/৫১
মৃত্যু৪ ফেব্রুয়ারি ২০১৯ (বয়স ৬৮)
পেশাচলচ্চিত্র প্রযোজক ও পরিচালক

জীবনী

আওলাদ হোসেন চাকলাদার একজন মুক্তিযোদ্ধা ছিলেন।[1][2][3] তার পরিচালিত নাগ নর্তকী শিরোনামের চলচ্চিত্রটি ছিল আঞ্জুমান আরা শিল্পী অভিনীত প্রথম চলচ্চিত্র।[4][5] তিনি প্রেমিকযোগাযোগ এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। ১৯৮৫ সালে প্রেমিক দুই বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[6] ১৯৮৮ সালে যোগাযোগ ও দুই বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[6]

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন আওলাদ হোসেন চাকলাদার।[1][2][3]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

পরিচালক

  • নাগ নর্তকী[1]

প্রযোজক

  • দিন মজুর[2]
  • প্রেমিক[1]
  • যোগাযোগ[2]

তথ্যসূত্র

  1. "চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার"বাংলানিউজ২৪.কম। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  2. "চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার"মানবজমিন। ৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  3. "চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদার"দৈনিক আজাদী। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  4. "অভিনয়ে আর ফিরবেন না শিল্পী"আলোকিত বাংলাদেশ। ১৯ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  5. "চিত্রনায়িকা শিল্পী চলচ্চিত্রে আর ফিরবেন না"ইনকিলাব। ১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"www.fdc.gov.bd। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.