আইয ইবনে সাঈদ

আইয ইবনে সাঈদ ইবনে যায়দ ইবনে জুনদুব ইবনে জাবির ইবনে আবদুল হারিস আল জাসরি মুহাম্মাদ এর একজন সাহাবা। তিনি আইযুল্লাহ নামেও পরিচিত ছিলেন।[1]

ইসলাম গ্রহণ

আইয ইবনে সাঈদ তার গোত্রের প্রতিনিধি হিসাবে মুহাম্মাদ এর নিকট এসেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন।[2] তার স্ত্রী উম্মুল বানিন বর্ণনা করেছেন যে, আমার স্বামী আইয ইবনে সাঈদ যখন মুহাম্মাদ ইসলাম গ্রহণের জন্য গিয়েছিলেন, তখন আমার স্বামী মুহাম্মাদ এর নিকট অনুরোধ করেছিলেন যেন, তিনি তার চেহারায় হাত বুলিয়ে দোয়া করে দেন।[2] মুহাম্মাদ তার মুখে হাত বুলিয়ে দোয়া করছিলেন, উম্মুল বানিন বলেন, এইজন্য তার চেহারা সবসময় উজ্জ্বল দেখাতো।[2]

যুদ্ধে অংশগ্রহণ

আইয ইবনে সাঈদ কাদিসিয়ার যুদ্ধ, জালুলার যুদ্ধ, উটের যুদ্ধ প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সিফফিনের যুদ্ধে খলিফা আলীর পক্ষে ঝান্ডা বহন করেছিলেন।[3]

মৃত্যু

আইয ইবনে সাঈদ ৩৭ হিজরিতে সিফফিনের যুদ্ধে শাহাদত বরণ করেন।[3]

তথ্যসুত্র

  1. [ ইবনে হাজার আসকালানি, আল ইসাবা ২য় খণ্ড, ২২৬, হাদিস নং ৪৪৪৪ ]
  2. ইবনুল আসির, (উসদুল গাবা, ৩য় খন্ড - ৯৭)
  3. [ ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড, ৫৯ পৃষ্ঠা ]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.