আইওয়ান-ই-সদর

আইওয়ান-ই-সদর বা রাষ্ট্রপতির প্রাসাদে ( উর্দু: ایوانِ صدر ) পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারী বাসস্থান এবং কর্মক্ষেত্র। আইয়ান-ই-সদরের প্রশাসনিক প্রধান হলেন পাকিস্তানের রাষ্ট্রপতির প্রধান সচিব[1]

Aiwan-e-Sadr
Presidential Palace
Official residency of President
সাধারণ তথ্য
অবস্থানRed Zone,
Islamabad, Pakistan
স্থানাঙ্ক৩৩.৭৩১৯২৮৫৭২৫৫৮৪৫° উত্তর ৭৩.০৯৫৬৯৪৪৯৬০৬০৫৫° পূর্ব / 33.73192857255845; 73.09569449606055
নির্মাণ শুরু হয়েছে1970s
সম্পূর্ণ1990s

১৯৮৮ সালে গোলাম ইসহাক খান সেখানে বসবাসকারী প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আইওয়ান-ই-সদর উত্তর-পূর্ব ইসলামাবাদে সংবিধান এভিনিউ-এ সংসদ ভবন ও পাকিস্তানের সচিবালয়ের মন্ত্রিপরিষদ ব্লকের মাঝে অবস্থিত । রাষ্ট্রপতির কর্মীদের জন্য বাসস্থানগুলোও রাষ্ট্রপতি ভবনের পিছনে অবস্থিত, যা চতুর্থ অ্যাভিনিউ সংলগ্ন রাষ্ট্রপতি কলোনী হিসাবে পরিচিত। [2]

প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ প্রাসাদে বসবাস করেন নি। তিনি ছিল সেনাপ্রধান এবং সেজন্য রাওয়ালপিন্ডিতে আর্মি বাড়িতে বসবাস করতেন । প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তার উদ্বোধনের একদিন আগে প্রাসাদে চলে গিয়েছিলেন। বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী সেখানে অবস্থান করছেন।

তথ্যসূত্র

  1. "Archived copy"। ৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭
  2. "President Colony Islamabad Via Satellite"। Findpk.com। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.