আই সি ইউ (চলচ্চিত্র)
আই সি ইউ (ইংরেজি: I See You) এটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বিবেক আগরওয়াল এবং যৌথভাবে প্রযোজনা করেছেন মেহর জেসিয়া ও অভিনেতা অর্জুন রামপাল। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও বিপাশা আগরওয়াল। এছাড়াও ঋত্বিক রোশন ও শাহরুখ খান এর রয়েছে বিশেষ উপস্থিতি. ছবিটির শুটিং হয়েছে লন্ডন।
আই সি ইউ | |
---|---|
![]() চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার | |
পরিচালক | বিবেক আগরওয়াল |
প্রযোজক | অর্জুন রামপাল মেহর জেসিয়া |
রচয়িতা | নিরঞ্জন ইয়েনগার (সংলাপ), বিবেক আগরওয়াল (গল্প ও লেখক) |
শ্রেষ্ঠাংশে | অর্জুন রামপাল বিপাশা আগরওয়াল |
চিত্রগ্রাহক | অশোক মেহতা |
সম্পাদক | দিলীপ আহুজা |
পরিবেশক | চ্যাসিং গানেশা ফিল্মস কে. সেরা সেরা |
মুক্তি | ২৯ ডিসেম্বর, ২০০৬ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি ইংরেজি |
শ্রেষ্ঠাংশে
- অর্জুন রামপাল - রাজ জাইসোয়াল
- বিপাশা আগরওয়াল - শিবানী দত্ত
- সোনালী কুলকার্নী - কুলজীত কাপুর
- চাঙ্কি পান্ডে - অক্ষয় কাপুর
- বোমান ইরানি - ডা: অমি পাটনাইক
- সফি চব্দ্রী - দিলনাজ বাগ্গা
- কির্রণ খের - মিসেস দত্ত
- মাইকেল মালোনি - ইন্সপেক্টর জনি স্মিথ
- হিলারি হডসম্যান - মালী মিশেল
- শাহরুখ খান - অতিথি শিল্পী
- ঋত্বিক রোশন - অতিথি শিল্পী
সঙ্গীত
সাউন্ড ট্র্যাক
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.