আঁখি খাতুন
আঁখি খাতুন একজন বাংলাদেশী মহিলা ফুটবলার যিনি একজন ডিফেন্ডার হিসেবে খেলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় আন্ডার - ১৫ ফুটবল দলের জন্য খেলছেন।[1][2][3]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আঁখি খাতুন | ||
জন্ম | ১৮ জুন ২০০৩ | ||
উচ্চতা | 5 ft 6 in | ||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | ||
জাতীয় দল | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১৬ | বাংলাদেশ, অনুরর্ধ–১৪ | (১) | |
২০১৭ | বাংলাদেশ, অনুরর্ধ–১৫ | (২) | |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
কর্মজীবন
২০১১ সালের অনুরর্ধ -১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের সদস্য আঁখি খাতুন বাংলাদেশ স্কোয়াডে বিজয়ী হন। ভুটানের বিপক্ষে ৩-০ ব্যবধানে তিনি দুটি গোল করেন এবং টুর্নামেন্ট জুড়ে অসাধারণ অবদানের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল।[4][5][6]
তথ্যসূত্র
- "Meet our supergirls"। dhakatribune.com। ২ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- "Akhi keeps her promise – BFF"। bff.com.bd। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- "Akhi Khatun: Bangladesh's Maldini in the making"। dhakatribune.com। ১৯ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- "সিরাজগঞ্জের মেয়ে আঁখি এখন দক্ষিণ এশিয়ার সেরা"। poriborton.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- "তাঁতিপাড়া থেকে উঠে এসে দক্ষিণ এশিয়ার সেরা"। প্রথম আলো। ২৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
- "স্বপ্ন বোনা দুটি পায়ে | মহিলা অঙ্গন | The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.