আ'লা হযরত এক্সপ্রেস

আ'লা হযরত এক্সপ্রেস প্রবর্তিত হয়েছিল আ'লা হযরত আহমদ রেজা খানের স্মরণে যিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি ১৯ শতকের সংস্কারক হিসেবে পরিচিত।

আ'লা হযরত এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনএক্সপ্রেস ট্রেন
বর্তমান পরিচালকপশ্চিম রেলওয়ে & উত্তর রেলওয়ে এলাকা
যাত্রাপথ
শুরুবেরেলী
বিরতি৪১
শেষভূজ
ভ্রমণ দূরত্ব14311-12 ১,৫৪৩ কিমি (৯৫৯ মা) & 14321-22 ১,৪১০ কিমি (৮৭৬ মা)
রেল নং১৪৩১১ / ১৪৩১২ & ১৪৩২১ / ১৪৩২২
যাত্রাপথের সেবা
শ্রেণীAC 2 tier, AC 3 tier, Sleeper Class সাধারণের অসংরক্ষিত
আসন বিন্যাসহ্যাঁ
ঘুমানোর ব্যবস্থাহ্যাঁ
খাদ্য সুবিধাসহজলভ্য, ভাঁড়ারঘর পরিবহন নেই
পর্যবেক্ষণ সুবিধাআদর্শ ভারতীয় রেলওয়ে কোচ
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ mm (5 ft 6 in) Indian gauge
পরিচালন গতি১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) maximum
৫২.৭১ কিমি/ঘ (৩৩ মা/ঘ), including halts
পথের মানচিত্র

ট্রেন সম্পর্কে

আ'লা হযরত এক্সপ্রেস ১৪৩১১/১৪৩১২ ভায়া আহমেদাবাদ এবং ১৪৩২১/১৪৩২২ ভায়া বিলদি এক্সপ্রেস ট্রেন ভারতীয় রেলওয়ের স্বতাধীন যা ভারতের বেরেলী এবং ভূজের মধ্যে চলাচল করে। এটি একটি দৈনিক সেবা। এটি ট্রেন নাম্বার ১৪৩১১-১৪৩২১ হিসেবে বেরেলী হতে ভূজ এবং ট্রেন নাম্বার ১৪৩১২-১৪৩২২ হিসেবে বিপরীত অভিমুখে পরিচালিত হয়।[1]

কোচ

আলা হযরত এক্সপ্রেসে আছে উভয় ১৫ সংরক্ষিত (১১ স্লিপার,৩ ৩ এসি এবং ১ ২এসি কোচ) এবং ৫ অসংরক্ষিত কোচ এবং IZN(আইজেডএন) লোকো শেডের WDM 3D দ্বারা চালিত হয়। ভারতের অধিকাংশ ট্রেনের মতোই, চাহিদার উপর নির্ভর করে ভারতীয় রেলওয়ের বিবেচনার ভিত্তিতে কোচ কম্পোজিটি সংশোধন করা যেতে পারে। বর্তমানে কোচ গঠন হল EN-GN-GN-S1-S2-S3-S4-S5-S6-S7-S8-S9-S10-S11-B1-B2-B3-A1-GN-GN-GN

সেবা

আলা হযরত এক্সপ্রেস ১৪৩১২/১৪৩১১ ৩২ ঘন্টায় ১৫৪৩ কিলোমিটার দূরত্ব এবং ১৪৩১২/১৪৩১১ ২৮ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ১৪১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

আগমন এবং প্রস্থানের সময়

আ'লা হযরত এক্সপ্রেস ১৪৩১১ ইহার আদি বিন্দু বেরেলী (BE) থেকে সকাল ৬:০৫ ছেড়ে যায় এবং ইহার গন্তব্য ভূজে (BHUJ) পৌছাঁয় পরের দিন দুপুর ২:০০ টায়। আ'লা হযরত এক্সপ্রেস ১৪৩১২ ভূজ (BHUJ) ছেড়ে যায় দুপুর ১২:২৫ মিনিটে এবং বেরেলীতে (BE) পৌছাঁয় পরের দিন রাত ৮:৩০। তার যাত্রা চলাকালীন সময়ে এটি তার গন্তব্যে পৌঁছানোর পূর্বেই ৪২ টি স্টেশনের মাধ্যমে ভ্রমণ করে।[2]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.