এসোসিয়েটেড প্রেস
এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে । এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
![]() | |
ধরণ | অলাভজনকcooperative |
---|---|
প্রতিষ্ঠাকাল | নিউ ইয়র্ক সিটি, ১৮৪৬ |
সদর দপ্তর | নিউ ইয়র্ক সিটি |
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ | টম কার্লি, সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা |
যে অঞ্চলসমূহে কাজ করে | বিশ্বব্যাপী |
শিল্প | নিউজ মিডিয়া |
যা উৎপাদন করে | তার যোগাযোগ সার্ভিস |
রাজস্ব | ![]() |
মূল আয় | ![]() |
মোট আয় | ![]() |
কর্মচারী ও কর্মকর্তা | ৩,৭০০ |
ওয়েবসাইট | ap.org |
২০০৫ এ ১৭০০ সংবাদপত্র ও ৫০০০ টেলিভিশন ও বেতার সংস্থা এপির সংগৃহিত তথ্য ব্যবহার করেছে। এপির ফটো লাইব্রেরিতে ১ কোটির ও বেশি ছবি আছে। বর্তমানে এপির ২৪২ টি ব্যুরোর মাধ্যমে ১২১টি দেশে সেবা দিচ্ছে।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.