অ্যাসপিরিন
অ্যাসপিরিন এক প্রকারের ঔষধ যা ব্যথা, জ্বর ও প্রদাহে ব্যবহৃত হয়[1]। এর উপাদান হলো অ্যাসিটাইল-স্যালিসাইলিক অ্যাসিড। অনেক প্রাচীন কাল হতে এর ব্যবহার জানা থাকলেও জার্মান কোম্পানি বেয়ার এর রসায়নবিদ ফেলিক্স হফম্যান ১৮৯৭ সালে এটি উৎপাদনের সহজ পদ্ধতি আবিষ্কার করেন।

অ্যাসপিরিন
ব্যবহার
ইহা মূলতঃ অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহৃত হয়।বর্তমানে হার্টের সমস্যার চিকিৎসাতেও অ্যাসপিরিন ব্যবহার করা হচ্ছে।তবে খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয়।
তথ্যসূত্র
- "Aspirin"। Drugs.com। American Society of Health-System Pharmacists। জুন ৬, ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.