অ্যামোরীয় ভাষা

অ্যামোরীয় ভাষা (ইংরেজি: Amorite) একটি প্রাচীন উত্তর-পশ্চিম সেমিটীয় ভাষা। প্রাচীন অ্যামোরীয় গোত্রগুলি এই ভাষায় কথা বলত। অ্যামোরীয়রা ২য় সহস্রাব্দে ব্যাবিলনের বিভিন্ন শহর শাসন করত। সেসময়কার আক্কাদীয় লেখকেরা যেসব অ-আক্কাদীয় নাম লিপিবদ্ধ করে গেছেন, সেগুলি থেকে অ্যামোরীয়দের ভাষা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই নামগুলিককখনো কখনো প্রাচীন মিশরীয় লেখাতেও দেখতে পাওয়া যায়।

অ্যামোরীয়
দেশোদ্ভবপ্রাচীন মেসোপটেমিয়া, অ্যামোরীয় গোত্রের ভাষা
বিলুপ্তখ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দ
আফ্রো-এশীয়
  • সেমিটীয়
    • পসশ্চিম সেমিটীয়
      • কেন্দ্রীয় সেমিটীয়
        • উত্তর-পশ্চিম সেমিটীয়
          • অ্যামোরীয়
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩

রচনা ও গ্রন্থপঞ্জি

  • D. Cohen, Les langues chamito-semitiques, CNRS: Paris 1985.
  • I. Gelb, "La lingua degli amoriti", Academia Nazionale dei Lincei. Rendiconti 1958, no. 8, 13, pp. 143–163.
  • H. B. Huffmon. Amorite Personal Names in the Mari Texts. A Structural and Lexical Study, Baltimore 1965.
  • Remo Mugnaioni. "Notes pour servir d’approche à l’amorrite" Travaux 16 – La sémitologie aujourd’hui, Cercle de Linguistique d’Aix-en-Provence, Centre des sciences du langage, Aix-en-Provence 2000, p. 57-65.
  • M. P. Streck, Das amurritische Onomastikon der altbabylonischen Zeit. Band 1: Die Amurriter, Die onomastische Forschung, Orthographie und Phonologie, Nominalmorphologie. Alter Orient und Altes Testament Band 271/1, Münster 2000.

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.