অ্যাপোলো ১১

অ্যাপোলো ১১ প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান, যা চাঁদে অবতরণ করে। এটি অ্যাপোলো প্রোগ্রামের ৫ম মহাকাশ অভিযাত্রা যাতে নভোচারীরা অংশ গ্রহণ করেছিলেন। ১৯৬৯ খ্রীস্টাব্দের জুলাই ১৬ তারিখে এই অভিযানের সূচনা হয়। এই অভিযানে অংশ নেন দলপতি নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স, এবং চান্দ্র অবতরণযানের চালক এডুইন অল্ড্রিন জুনিয়রজুলাই ২০ তারিখে আর্মস্ট্রং ও অল্ড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

অ্যাপোলো ১১
অভিযানের প্রতীক
অভিযানের পরিসংখ্যান[1]
অভিযানের নামঅ্যাপোলো ১১
পরিচালনা মডিউলCM-107. Mass ১২,২৫০ পা (৫,৫৬০ কেজি)
সার্ভিস মডিউলSM-107. Mass ৫১,২৪৩ পা (২৩,২৪৩ কেজি)
লুনার মডিউলLM-5. Mass ৩৩,২৭৮ পা (১৫,০৯৫ কেজি)
ক্রুর আকার3
কল সাইনCSM: Columbia. LM: Eagle in-flight; Tranquility Base on lunar surface
উৎহ্মেপণ যানSaturn V SA-506
উৎহ্মেপণ প্যাডLC 39A at KSC, Florida, USA
উৎহ্মেপণ তারিখ১৬ জুলাই ১৯৬৯ (1969-07-16), 13:32:00 UTC
চন্দ্রে অবতরণJuly 20, 1969, 20:17:40 UTC at Sea of Tranquility
First step: July 21, 02:56 UTC
চান্দ্র ইভিএ'র সময়2 h 36 m 40 s
চান্দ্র ভূকক্ষে সময়21 h 36 m 21 s
চাঁদ থেকে সংগৃহীত ভর৪৭.৫ পা (২১.৫ কেজি)
চান্দ্রের কক্ষে যাপিত সময়59 h 30 m 25.79 s (30 orbits)
অবতরণJuly 24, 1969, 16:50:35 UTC. North Pacific Ocean, ১৩°১৯′ উত্তর ১৬৯°৯′ পশ্চিম[2]
অভিযানের সময়কাল8 d 03 h 18 m 35 s
ক্রুদের ছবি
Left to right: Armstrong, Collins, Aldrin
সম্পর্কিত অভিযান
পূর্ববর্তী অভিযান পরবর্তী অভিযান
অ্যাপোলো ১০

গ্যালারি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Project Apollo

 এই নিবন্ধটিতে National Aeronautics and Space Administration থেকে পাবলিক ডোমেইন কাজসমূহ অন্তর্ভুক্ত যা পাওয়া যাবে এখানে

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.