অ্যাক্স (গণ)
অ্যাক্স (ইংরেজি: Aix) অ্যানাটিডি পরিবারের একটি গণের নাম। এরা মাঝারি আকারের হাঁস; ছেলেহাঁসের ঘাড়ের উপরের পালক বেশ লম্বা, গলবস্ত্রের মত দেখায়; ডানার একটি মধ্য-পালক অতি-লম্বা ও প্রশস্ত; মাথায় ঝুটি আছে; পাজোড়া দেহের সামনের দিকে থাকে; পায়ে সুচালো নখর যা দিয়ে খাড়া গাছ বেয়ে ওঠা যায়। এই গণে পৃথিবীতে ২ প্রজাতি, বাংলাদেশে ১ প্রজাতি।[1] এই প্রজাতি দুটি হলও,
- কাঠ হাঁস (Aix sponsa), এবঙ্গি
- মান্দারিন হাঁস (Aix galericulata)।
অ্যাক্স Aix | |
---|---|
![]() | |
Pair of Wood Ducks (Aix sponsa) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Anseriformes |
পরিবার: | Anatidae |
গণ: | Aix F. Boie, 1828 |
Species | |
|
তথ্যসূত্র
- জিয়া উদ্দিন আহমেদ ও অন্যান্য সম্পাদিত; বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি; খণ্ড- ২৬; পৃষ্ঠা-২১।
অতিরিক্ত পাঠ
- Harris, M. (1999): Animal Diversity Web: Aix galericulata . Accessed April 27, 2006.
- Pope, A. (2004): Animal Diversity Web: Aix sponsa. Accessed April 27, 2006.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.