অর্চনা কবি

অর্চনা জোশে কবি (ইংরেজী Archana Jose Kaviyil), সবচেয়ে পরিচিত তার মঞ্চ নাম অর্চনা কবি, হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন টেলিভিশন উপস্থাপক।[1] তিনি ২০০৯ সালের মালায়ালাম চলচ্চিত্র "নীলাথামারা" এর মাধ্যমে পর্দায় আগমন করেন। উক্ত ছবিটি লিখেছেন এম.টি. বসুদেবান নায়ার এবং পরিচালনা করেছেন লাল জোশী।[2][3]

অর্চনা কবি
Archana Kavi
জন্ম
অর্চনা জোশে কবি

নয়া দিল্লি, ভারত
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামঅর্চনা জোশে কবি
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক
কার্যকাল২০০৯–বর্তমান

প্রাথমিক জীবন

অর্চনা নয়া দিল্লিতে জোশি কাবিয়িল (একজন সিনিয়র সাংবাদিক) এবং রোসাম্মার ঘরে জন্মগ্রহণ করেন।[4] তিনি দিল্লিতে বেড়ে ওঠেন এবং এবং সেন্ট জেভিয়ার্স স্কুল পড়াশোনা করেন।[4]

অভিনয় কর্মজীবন

অর্চনা তিনি ২০০৯ সালের অত্যন্ত সফল জনপ্রিয় চলচ্চিত্র "নীলাথামারা" অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আগমন করেন।

চলচ্চিত্রের তালিকা

বছরযুদ্ধবিদ্ধস্ত বন্দিশিবির বিজয়ভূমিকাভাষামন্তব্য
২০০৯যুদ্ধবিদ্ধস্ত বন্দিশিবির বিজয়কুনজিমালুমালায়ালমএশিয়ানেট পুরস্কার - শ্রেষ্ঠ নারী নুতন মুখ
২০১০মাম্মী এন্ড মিজুয়েলমালায়ালমএশিয়ানেট পুরস্কার - শ্রেষ্ঠ তারকা জোড় (সাথে "কুনচাকো বোবান)
মনোনয়ন, ফিল্মফেয়ার পুরস্কার - শ্রেষ্ঠ অভিনেত্রী - মালায়ালম
বেস্ট অব লাকনিথুমালায়ালম
২০১১সল্ট এন' পেপারপুজা নায়ারমালায়ালমক্যামিও উপস্থিতি
২০১২স্পানিশ মাসালালিলি কুট্টিমালায়ালমক্যামিও উপস্থিতি
অরাভানচিমিট্টিতামিল
মাঝানিলিনাত্তাম বারে [5]রাবিয়ামালায়ালম
২০১৩ব্যাকবেঞ্চ স্টুডেন্টপ্রিয়াঙ্কাতেলুগু
অভিয়ুম এনজানামঅবিরামিমালায়ালম
হানি বিসারামালায়ালম
পাত্তাম পোলেশিরাইনমালায়ালম
ব্যাংলেসএনজেলমালায়ালম
নাদোদিমান্নানআথিরামালায়ালম
২০১৪তো নুরা উইথ লাভশ্রীপার্বতিমালায়ালম
জিনানা কিরুক্কানতামিলনির্মাণাধিন
ওয়ান্স আপন এ টাইমমালায়ালমনির্মাণাধিন
ডে নাইটমালায়ালম
কুক্কিলিয়ারমালায়ালমনির্মাণাধিন

টৈলিভিশন

  • সুন্দরী নিয়াম সুন্দারান এনজানাম (এশিয়ানেট)

পুরস্কার

  • বিজয়ী, এশিয়ানেট পুরস্কার - বছরের শ্রেষ্ঠ নারী নতুন মুখ - নীলাথামারা
  • বিজয়ী, জয় হিন্দ পুরস্কার - বছরের শ্রেষ্ঠ নারী নতুন মুখ - নীলাথামারা

তথ্যসূত্র

  1. http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13877935&programId=7940954&channelId=-1073751665&BV_ID=@@@&tabId=8%5B%5D
  2. johnsonrichards (২০১২-০৬-২৫)। "Archana Kavi:"I AM BLESSED" | Kochi Cochin News"। Cochinsquare.com। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১২
  3. "Going native"The Hindu। Chennai, India। ২০০৯-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১০
  4. Sebastian, Shevlin। "Archana acting like a 'naadan' girl"। The New Indian Express। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৪
  5. P. K. Ajith Kumar (৪ ফেব্রুয়ারি ২০০৪)। "Bowled over by cinema"। Chennai, India: The Hindu। ২০১২-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.