অমেরুদণ্ডী প্রাণী
অমেরুদণ্ডী প্রাণী (ইংরেজি: Invertibrata) তারা যাদের কোন মেরুদন্ড থাকে না বা মেরুদন্ড বিকশিত হওয়ার সুযোগ নেই।
.jpg)
সাধারণ ফলের মাছি, ড্রোসোফিলা মেলানোজেস্টার, গবেষণার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে
শ্রেণীবিভাগ
অমেরুদন্ডী বিভিন্ন প্রধান ভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে,কিছু আছে যা বিলুপ্তপ্রায় কিন্তু তা সত্ত্বেও এগুলো ব্যবহৃত হয়।
- প্রোটোজোয়া
- স্পঞ্জ
অমেরুদন্ডী প্রাণীর সংখ্যা
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক অমেরুদন্ডী প্রানী কীট প্রজাতির। আইইউসিএন এর আশঙ্কাজনক প্রাণীর তালিকা ২০১৪.৩" অনুসারে গুরুত্বপূর্ণ অমেরুদন্ডী প্রাণীর ট্যাক্সোনমি ও আনুমানিক সংখ্যা নিচের টেবিলে দেয়া হল।[1]
অমেরুদন্ডী প্রাণী | Image | বর্ণিত প্রাণীর আনুমানিক সংখ্যা[1] |
---|---|---|
কীট | ![]() |
১,০০০,০০০ |
মলাস্কা | ![]() |
৮৫,০০০ |
ক্রাসটেশন | ![]() |
৪৭,০০০ |
প্রবাল | ![]() |
২,০০০ |
এরাকনিড | ![]() |
১০২,২৪৮ |
ভেলভেট কীট | ![]() |
১৬৫ |
অশ্বখুরাকৃতি কাঁকড়া | ![]() |
৪ |
অন্যান্য জেলিফিশ, একাইনোডার্মাটা, পরিফেরা, অন্যান্য কীট ইত্যাদি. |
৬৮,৬৫৮ | |
মোট: | ১,৩০৫,০৭৫ |
আইইউসিএন (IUCN) এর হিসেবে আনুমানিক ৬৬,১৭৮ প্রজাতির মেরদন্ডী প্রাণী এখন পর্যন্ত নামকরণ করা হয়েছে। এই অণুযায়ী, প্রাণীজগতের ৯৫% এরও বেশি অমেরুদন্ডী প্রাণী।[1] .
তথ্যসূত্র
- The World Conservation Union. 2014. IUCN Red List of Threatened Species, 2014.3. Summary Statistics for Globally Threatened Species. Table 1: Numbers of threatened species by major groups of organisms (1996–2014).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.