অমৃতধারা জলপ্রপাত
অমৃতধারা হল একটি প্রাকৃতিক জলপ্রপাত যা ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়ায জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত।এটি হাসদেও নদী থেকে উৎপন্ন হয়, যা মহানদী নদীর উপনদ। [1] ছুরমারি থেকে ১৭ কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি অবস্থিত।জলাধার আদর্শভাবে ম্যানেন্দ্রগড়-বাইকুন্থপুর সড়কে অবস্থিত।ভারতের ছত্তিশগড়ের কোরিয়ায় অমৃত ধরা জলপ্রপাত ৯০.০ ফিট (২৭.৪ মিটার) উচ্চতার থেকে কম।জলপ্রপাত প্রায় ১০.০-১৫.০ ফুট (৩.০-৪.৬ মিটার) প্রশস্ত।

View of Amrit Dhara Falls, Chirmiri.
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.