অন্তঃকরোটি চাপ

অন্তঃকরোটি চাপ (ইংরেজি: Intracranial pressure) হচ্ছে করোটির অভ্যন্তরের এবং মস্তিষ্কের কলা ও মস্তিষ্কসুষুম্নারসের উপর চাপ। অন্তঃকরোটি চাপ পরিমাপ করা হয় মিলিমিটার পারদে[1] মস্তিষ্কের অভ্যন্তরের পার্শ্বনিলয়ে তৈরি হয়ে মস্তিষ্কসুষুম্নারস শোষিত হয় গুরু মস্তিষ্কের উপরের দিকের মধ্যমাত্রিকায়। মস্তিষ্কসুষুম্নারস যদি বেশি তৈরী হয় কিংবা এর প্রবাহে যদি কোন অবরোধ সৃষ্টি হয় তাহলে অন্তঃকরোটি চাপ বারে। মস্তিষ্কের নিলয় গুলোতে মস্তিষ্কসুষুম্নারস জমে যাওয়ার ফলে সৃষ্টি হয় মস্তিষ্কোদক। এ ছাড়াও অন্তঃকরোটি চাপ বাড়তে পারে মস্তিষ্কের অর্বুদের ফলে, মস্তিষ্কে চোট লাগলে, মস্তিষ্ক প্রদাহ এবং মস্তিষ্কমাত্রিকা প্রদাহের কারণে। কটিছিদ্রণ পদ্ধতিতে মস্তিষ্কসুষুম্নারসের চাপ নির্ণয় করা যায়। অন্তঃকরোটি চাপ বৃদ্ধির কারণ গুলো ধরা পড়ে মস্তিষ্কের গাণনিক স্তরচিত্রণ এবং চৌম্বক অনুনাদ স্তরচিত্রণে

আরো দেখুন

  • Brain Trauma Foundation
  • Copper beaten skull
  • Pressure reactivity index (PRx)

তথ্যসূত্র

  1. Steiner LA, Andrews PJ (২০০৬)। "Monitoring the injured brain: ICP and CBF"British Journal of Anaesthesia97 (1): 26–38। doi:10.1093/bja/ael110। PMID 16698860। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃস্থ সংযোগ

টেমপ্লেট:Nervous system physiology টেমপ্লেট:CNS diseases of the nervous system

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.