অনুষ্কা শেট্টি

অনুষ্কা শেট্টি (জন্ম: ৭ নভেম্বর, ১৯৮১ সাল) হচ্ছেন একজন ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন। অনুষ্কা মাঙ্গালোরে জম্মগ্রহণ করেন কিন্তু কর্মজীবন শুরু করেন যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে। ঠিক সে সময়ে তাকে ছবির কাজের জন্য আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্কা শেট্টি
অনুষ্কা শেট্টি বাহুবলী (২০১৫) ছবির থিয়েটারে ট্রেইলার উন্মোচনের সময় তোলা ছবি।
জন্ম
সুইটি শেট্টি [1]

(1981-11-07) ৭ নভেম্বর ১৯৮১[2]
মাঙ্গালোর, কর্ণাটক, ভারত
অন্যান্য নামম্যাক, সুইটু
শিক্ষাব্যাচেলর অব কম্পিউটার আপ্লিক্যাশন
পেশানায়িকা, মডেল, যোগব্যায়াম শিক্ষিকা
কার্যকাল২০০৫ সাল – বর্তমান
উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি (১৭৫ সেমিঃ) [3]
পুরস্কারকালাইমামনি, নন্দি পুরস্কার,ফিল্মফেয়ার পুরস্কার
স্বাক্ষর

তিনি ২০০৫ সালে একটি তেলেগু ছবি সুপার দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি অসংখ্য তেলুগু ছবি যেমন বিক্রমারকুডু (২০০৬), অরুন্ধতি (২০০৯) এবং ভেধাম (২০১০) নায়িকা প্রধান হিসেবে কাজ করেন। এরকম অসংখ্য উচ্চ-বাজেট সম্পন্ন ছবিতে কাজের সুবাদে তিনি নিজেকে তেলেগু চলচ্চিত্রে এক অনন্য মাত্রায় নিয়ে আসেন এবং প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[4] অরুন্ধতি (২০০৯ সাল) ছবির চরিত্রের জন্য টাইটেল চরিত্র[5] এবং ভেদম ছবিতে[6] সারোজা চরিত্রে অভিনয় করে উচ্চ প্রশংসিত হন। যা তাকে দুটি ফিল্মফেয়ার, একটি নন্দি এবং দুটি সিনেমা পুরস্কার (CineMAA Awards) যোগায়। ২০১০ সালে, আনুশ্‌কা তামিল ছবি সিঙ্গম (২০১০)[7] এবং সিঙ্ঘম ২ (২০১৩) সিকুয়াল ছবিতেও অভিনয় করে সাফল্য পান। ছবি দুটিই ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে এবং ভানাম (২০১১) ও দৈভা থিরুমগল (২০১১) ছবি দুটিতেও অভিনয় করে অনেক প্রশংসা কুরান।ভারতের অন্যতম ব্যবসাসফল ছবি বাহুবলী ২: দ্য কনক্লুশন এর জন্য তিনি অধিক সু-পরিচিত।

প্রাথমিক জীবন

আনুশ্‌কা শেঠি হায়েদ্রাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে টিচ্‌এইডস এনিমেশনস্‌-এর জন্য কন্ঠবন্দী হন।

অনুষ্কা শেট্টির জন্ম হয় মাঙ্গালোর, কর্ণাটকে। অনুষ্কা এথনিক টুলুভা বেল্লিপাডি উরামালু গুথু পরিবার থেকে আসেন।[8] তার পিতামাতা হলেন প্রফুল্লা এবং এ এন ভিত্তাল শেট্টি।[8] তার দুই ভাই রয়েছে গুণরঞ্জন শেট্টি ও সাঁই রমেশ শেট্টি যিনি একজন কস্‌মেটিক সার্জন (শল্যচিকিৎসক)।[8] আনুশ্‌কা বেঙ্গলুরুতে তার স্কুল জীবন পার করেন এবং মাউন্ট কার্মেল কলেজ, বেঙ্গালোর থেকে ব্যাচেলর অব কম্পিউটার এপ্লিক্যাশনস্‌ শেষ করেন। তিনি ভারত ঠাকুর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোগ প্রশিক্ষকও ছিলেন।[9]

চলচ্চিত্র কর্মজীবন

তেলেগু ছবিতে পদচারণা: ২০০৫ - ২০০৮ সাল

অনুষ্কা শেট্টি ২০০৫ সালে পুরি জগন্নাথের তেলেগু ছবি সুপার দিয়ে অভিনয় জীবনে পদচারণা শুরু করেন, যেখানে তাকে আক্কিনেনি নাগার্জূনআয়েশা টাকিয়ার সাথে অভিনয় করতে দেখা যায়। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ইন্ডিয়াগ্লিটজ্‌-এ বলা হয় - আয়েশা ও আনুশ্‌কা দুজনেই অসাধারণ কাজ করেন। অনুষ্কা একই বছরে অন্য আরেকটি ছবি মহা নন্দিতে শ্রীহরিসুমন্তের বিপরীতে অভিনয় করেন। ছবিটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ২০০৬ সালে তার চারটি ছবি মুক্তি পেয়েছিলো, প্রথমে এস. এস. রাজামৌলির ভিক্রমারকুডু যেখানে তিনি রবি তেজার সঙ্গে জোট বেঁধেছিলেন। ছবিটি বিশাল সাফল্য পায় এবং তাকে আন্দ্র প্রদেশে জনপ্রিয় করে তুলতে সাহায্য করে।[10][11] Nowrunning.com এর কিশোর উল্লেখ করেন, "রবি তেজার নিখুঁত অভিনয় ও অনুষ্কা শেট্টির কামত্তপূর্ণ অভিনয়ই ছবিটির উচ্চ পয়েন্ট প্রাপ্তির কারণ। রভি তেজার মধ্যে সেসকল কলা উপস্থিত যা একজন নায়কের থাকা প্রয়োজন এবং অনুষ্কা শেট্টির সে সকল গুণাবলী বিদ্যমান যা একজন নারীর থাকা উচিত।"[12] সিফি বলেন, অনুষ্কা হলেন নির্ধারিতভাবে একজন লক্ষ্যণীয়া।[13] তিনি তার পরবর্তী ছবি আস্ট্রাম, যেটি ১৯৯৯ সালের হিন্দি ছবি সারফারোশ ছবির পুনঃনির্মাণ, যার মধ্য দিয়ে তিনি তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। সুন্দার সি পরিচালিত অ্যাকশন ছবি ‘রেন্ডু’তে অভিনয় করেন ও আর মাধাভানের সাথে পর্দায় জুটি বেঁধেছিলেন। পরবর্তীতে তাঁকে স্ট্যালিন ছবিতে বিশেষ চরিত্রে দেখা যায় মেগা তারকা চিরঞ্জীবীর পাশে এ আর মুরুগাদোসএর পরিচালনায়, যা তাঁর প্রথম তেলুগু ডাইরেক্টরিয়াল ড্যাবু।

প্রশংসা, সমালোচনা এবং বক্স অফিস সাফল্য: ২০০৯ – ২০১০ সাল

সাফল্য: ২০১১ – বর্তমান

চলচ্চিত্রের তালিকা

চাবি
যে ছবিগুলো এখনো মুক্তি পায় নি।
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০০৫ সালসুপারসাঁসাতেলুগু
মহা নন্দিনন্দিনীতেলুগু
২০০৬ সালভিক্রমারকুডুনিরাজা গোস্বামীতেলুগু
আস্ট্রামআনুষাতেলুগু
রেন্ডুজোথিতামিল
স্ট্যালিননিজ ভূমিকায়তেলুগুঅতিথি চরিত্রে
২০০৭ সাললাকসামইন্দুতেলুগু
ডনপ্রিয়াতেলুগু
২০০৮ সালওক্কা মাগাদুভবনিতেলুগু
সোয়াগতমশাইলুতেলুগু
বালাদরভানুমতিতেলুগু
সৌরিয়ামসোয়েতাতেলুগু
চিন্তাক্যাল্যা রাভীসুনিতাতেলুগু
কিংতেলুগুঅতিথি চরিত্রে
২০০৯ সালঅরুণধুতিঅরুণধুতি / জেজেম্মাতেলুগু
বিল্লামায়াতেলুগু
ভেট্টাইকারাণসুশীলাতামিল
২০১০ সালকেডিনিজ ভূমিকায়তেলুগুঅতিথি চরিত্রে
সিংগমকাভ্‌য়া মহালিংগমতামিল
ভেদমশারোজাতেলুগু
পাঞ্চকসারিপাঞ্চকসারি/ হানিতেলুগু
খালেজাসুব্বালাক্ষ্মীতেলুগু
থাকিতা থাকিতাতেলুগুঅতিথি চরিত্র
নাগাভাল্লিচন্দ্রামুখীতেলুগু
রাগাদাসিরিশাতেলুগু
২০১১ সালভানমশারোজাতামিল
দেইভা থিরুমাগালআনুরাধা রাগুনাথানতামিল
২০১২ সালসাগুনীঅণুষ্কাতামিলঅতিথি চরিত্র
থান্ডাভামমিনাক্ষীতামিল
ধামারুকামমহেশস্বারীতেলুগু
২০১৩ সালআলেক্স পান্ডিয়ামদিভ্যাতামিল
মির্‌চিভেন্নালাতেলুগু
সিংগম ২কাভ্‌য়া মহালিংগমতামিল
ইরান্দাম উলাগামরমা/ভর্ণাতামিল
২০১৪ সাললিঙ্গালক্ষ্মীতামিল
২০১৫ সালইয়েন্নাই আরিন্ধালথেনমোঝিতামিল
বাহুবলীঃ দ্য বিগিনিংদেভাসেনাতেলুগু
তামিল
রুদ্রমাদেবীরুদ্রমা দেবীতেলুগু
ইঞ্জি ইদুপ্পাতঝাগিসুইটিতামিল
সাইজ জিরোতেলুগু
২০১৬ সাল সোজ্ঞাদে চিন্নি নায়ানা কৃষ্ণা কুমারীতেলুগুবিশেষ আগমন
থোঝা নন্দীনিতামিলবিশেষ আগমন
সিংগম থ্রিতামিলপ্রি-প্রোডাক্‌শন[14]
২০১৭ সালভাগমাটিটিবিএতেলুগুছবিটির কাজ চলছে
বাহুবলীঃ দ্য কন্‌ক্লুশনদেভাসেনাতেলুগুছবিটির কাজ চলছে
তামিলছবিটির কাজ চলছে
২০১৭ সাল ওম নমো ভেঙ্কটেশা[15]কৃষ্নামাতেলুগুছবিটির কাজ চলছে
২০১৮ সালভাগমাটিভাগমাটি/চন্চলাতেলুগুহরর মুভি

পুরস্কার ও সম্মাননা

বছর ক্যাটেগরি পুরস্কার ছবি ফলাফল
২০০৫ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা সহযোগী নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) সুপার মনোনীত
২০০৯ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) অরুণধুতি বিজয়ী
নন্দি বিশেষ জুরি পুরস্কার নন্দি পুরস্কার বিজয়ী
সিনেমা পুরস্কার সেরা নায়িকা (জুরি) সিনেমা পুরস্কার বিজয়ী
উগাদি পুরস্কার -সেরা নায়িকা মিথুন উগাদি পুরস্কার বিজয়ী
শান্তোসাম পুরস্কার -সেরা নায়িকা শান্তোসাম চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
সাউথ স্কোপ সিনে পুরস্কার - সেরা নায়িকা সাউথ স্কোপ সিনে পুরস্কার বিজয়ী
ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার– সেরা নায়িকা ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার ভেট্টাইকরণ বিজয়ী
২০১০ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) ভেধাম বিজয়ী
সিনেমা পুরস্কার সেরা নায়িকা (জুরি) সিনেমা পুরস্কার বিজয়ী
শান্তোসাম সেরা নায়িকা পুরস্কার শান্তোসাম চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার– সেরা নায়িকা ভাম্‌সি চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) নাগাভাল্লি মনোনীত
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার সিংগম মনোনীত
২০১১ সাল ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তামিল ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) দৈভাথিরুমাগাল মনোনীত
সিমা পুরস্কার সেরা নায়িকা-তামিল দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার মনোনীত
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার বিজয়ী
বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার মনোনীত
জয়া পুরস্কার-প্রিয় নায়িকা জয়া পুরস্কার বিজয়ী
ইটফা পুরস্কার -প্রিয় নায়িকা আন্তর্জাতিক তামিল চলচ্চিত্র পুরস্কার ভানাম মনোনীত
এডিসন পুরস্কার – সেরা নায়িকা এডিসন পুরস্কার মনোনীত
২০১২ সাল এডিসন পুরস্কার – সেরা নায়িকা এডিসন পুরস্কার থান্ডাভাম মনোনীত
সেরা নায়িকা পুরস্কার টি. শুভারামি রেড্ডি'র ললিতা কলা পরিষদ – টিভি৯ পুরস্কার ধামারুকাম বিজয়ী
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) মনোনীত
সেরা নায়িকা – নারী হায়দ্রাবাদ টাইমস্‌ চলচ্চিত্র পুরস্কার মনোনীত
২০১৩ সাল বিজয় পুরস্কার-প্রিয় নায়িকা বিজয় পুরস্কার সিংগম২ মনোনীত
বিজয় পুরস্কার-সেরা নায়িকা বিজয় পুরস্কার ইরান্দাম উলাগাম মনোনীত
ফিল্মফেয়ার পুরস্কার সেরা নায়িকা – তেলুগু ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ) মিরচি মনোনীত
অন্যান্য পুরস্কার ও সম্মাননা
  • ২০১১ সাল: তামিল নাড়ু স্টেট গভর্মেন্ট কর্তৃক কালাইমামানি পুরস্কার।[16]
  • ২০১১ সাল: টিএসআর ললিত কলা পরিষদ পুরস্কার।
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৩# বাঙ্গালোর টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-কান্নাদা।[17]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৩# হায়দ্রাবাদ টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-তেলুগু।[18]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৫# চেন্নাই টাইমস্‌ সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল-তামিল[19]
  • ২০১২ সাল: র‍্যাঙ্কি ৪৫# ইন্ডিয়ার সেরা ৫০-এর মধ্যে সর্বাধিক কাঙ্ক্ষিত মহিলা ২০১২ সাল।[20]

তথ্যসূত্র

[21]

  1. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Sweety-is-a-boringperson-thats-why-I-become-Anushka-for-my-fans-Anushka-Shetty/articleshow/50043350.cms
  2. "Anushka Shetty celebrates 29th birthday"newsofap। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১১
  3. http://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/Heights-of-stardom/articleshow/5624558.cms
  4. "Top Telugu actresses of 2009 - Rediff.com Movies"। Movies.rediff.com। ২০০৯-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৮
  5. "Meet super-talented Anushka Shetty! - Rediff.com Movies"। Movies.rediff.com। ২০১০-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৮
  6. "Top Telugu Actresses of 2010 - Rediff.com Movies"। Rediff.com। ২০১০-১২-২০। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৮
  7. "Top Telugu actresses of 2009 - Rediff.com Movies"। Movies.rediff.com। ২৯ ডিসেম্বর ২০০৯। ১১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১১
  8. Vinobha KT (২৪ ডিসেম্বর ২০১১)। "Household Kola draws Tulu belle to Bellipady"The Times of India। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১২
  9. http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-interview-with-anushka-shetty/20100531.htm
  10. "Anushka interview — chitchat — Telugu film actress"। Idlebrain.com। ২১ জুন ২০০৭। ১০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১১
  11. "top 10 commercial hits in Telugu for yar 2006 - telugu cinema news"। Idlebrain.com। ২৭ ডিসেম্বর ২০০৬। ১০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১১
  12. http://www.nowrunning.com/movie/3014/telugu/vikramarkudu/763/review.htm
  13. http://www.sify.com/movies/vikramarkudu-review-telugu-14236373.html
  14. "'Singam 3' to be shot across four countries"
  15. "Anushka Shetty Upcoming Movies"। Whole Celebs Fact। ২০১৬-০৪-১৫। ২০১৬-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৩
  16. "Tamil Nadu Govt announces Kalaimamani awards"The Hindu। ২৮ জানু ২০১১।
  17. "Bangalore Times Top 25 Most Desirable Women 2012"The Times of India। ২০ মে ২০১৩।
  18. "Hyderabad Times Most Desirable Woman 2012"The Times of India। ১৩ মে ২০১৩।
  19. "Chennai Times Most Desirable Women of 2012"The Times of India। ১৬ মে ২০১৩।
  20. "Times top 50 Most Desirable Women of 2012"The Times of India। ২৯ এপ্রিল ২০১৩।
  21. Anushka in Nagarjuna Karthi movie

বহিঃসংযোগ

টেমপ্লেট:FilmfareTeluguBestActress

টেমপ্লেট:CineMAABestActress

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.