অদিতি চৌহান

অদিতি চৌহান (জন্ম ২০ নভম্বের ১৯৯২) [1] একজন ভারতীয় মহিলা পেশাদার ফুটবলার যিনি ভারত রুশ ও ভারতীয় জাতীয় দলের জন্য গোলরক্ষক হিসেবে খেলেন। তিনি পূর্বে ইংরেজি ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড লেডিদের জন্য খেলেছেন।

অদিতি চৌহান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অদিতি চৌহান
জন্ম স্থান ভারত
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ভারত রুশ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৮ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এলএফসি (০)
২০১৮– ভারত রুশ
জাতীয় দল
২০০৮–২০১২ ভারত আন্ডার-১৯ (০)
২০১২ ভারত ১৫ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

প্রারম্ভিক জীবন

চৌহান ও তার পরিবার যখন নয় বছর বয়সে দিল্লীতে চলে যান। [2] শিশু হিসাবে তিনি বিভিন্ন ক্রীড়া সংঙ্গের সাথে জড়িত ছিল এবং তিনি বাস্কেটবল অংশগ্রহণ কারতেন । [2] বাস্কেটবলে প্রতিশ্রুতি দেখানোর পরে, চৌনকে খেলার জন্য যুব রাষ্ট্রীয় দলের জন্য নির্বাচিত করা হয়েছিল। [2] বাস্কেটবলের মাধ্যমে, চৌহান বলের একটি ভাল দৃঢ়তা এবং ভাল অ্যাথলেটিক বিল্ড তৈরি করেন। [3] গোলরক্ষক হিসেবে ফুটবল দলের জন্য বিচারের জন্য উপস্থিত থাকার জন্য তিনি তার প্রশিক্ষককে বিশ্বাস করেছিলেন। [2] চৌহান সফল হন এবং অবশষেে ১৫ বছর বয়সে দিল্লী ইউ ১ স্কোয়াডে দলরে উপস্থিতিতে উপস্থতি হন।

আন্তর্জাতিক

চৌহান ১৭ বছর বয়সে ইন্ডিয়ান আন্ডার- পাশে বিচারে জন্য নর্বিাচতি হন। [2]

তথ্যসূত্র

  1. "Aditi Chauhan - Player Profile - Football"Eurosport UK। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৬
  2. Chauhan, Aditi (২০১৫-০২-২৪)। "My Football journey in India"Womens Soccer United (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৬
  3. "Meet Aditi Chauhan, goalkeeper of Indian women's national football team"https://www.hindustantimes.com/ (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১৬ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃ সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.