অক্সাইড

অক্সাইড (ইংরেজি: Oxide /ˈɒksd/) হল এক প্রকারের রাসায়নিক যৌগ যাতে অক্সিজেন ও অপর কোন মৌলের অন্তত একটি করে পরমাণু থাকে। ভূ-ত্বক মূলত অক্সাইড দ্বারা গঠিত। মৌলসমূহ বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে অক্সাইডে পরিণত হয়। হাইড্রোকার্বনের দহনে কার্বনের দুইটি প্রধান অক্সাইড উৎপন্ন হয়: কার্বন মনো অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। এমনকি যেসব বস্তু সম্পূর্ণ নির্ভেজাল মৌলিক পদার্থ থেকে সৃষ্ট বলে ধরা হয়, সেসব বস্তুতেও প্রায়ই অক্সাইডের আস্তরণ থাকে। উদাহরণ স্বরূপ, aluminium foil যার উপর পাতলা Al2O3 এর আস্তরণ রয়েছে যা ক্ষয়রোধক হিসেবে কাজ করে। এই অক্সাইড বিভিন্ন প্রকারের হয়।যেমন-

  1. আম্লিক অক্সাইড বা এসিডিক অক্সাইড (Acidic Oxides)
  2. বেসিক অক্সাইড (Basic Oxides)
  3. উভধর্মী অক্সাইড (Amphoteric Oxides)
  4. নিরপেক্ষ অক্সাইড (Neutral Oxides)
  5. সংক্ষানুপাতবিহীন অক্সাইড (Non Stochiometric Oxides)
  6. মিশ্র অক্সাইড (Mixed Oxides)
  7. পার-অক্সাইড (Per-Oxides)
  8. পলি-অক্সাইড (Poly Oxides)
  9. সাব-অক্সাইড (Sub-Oxides)

অক্সাইড প্রায়ই সকল মৌলিক পদার্থের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে যার মধ্যে জটিল অণু বিশিষ্ট জৌব যৌগও হতে পারে আর সাধারণ ধাতুর অক্সাইডও হতে পারে । নিচে কয়েকটা বিক্রিয়া দেখানো হল : সাধারণ যৌগ :

  • H2+O2=H2O
  • 2Ca+O2=CaO
  • 2Na+O2=Na2O

জটিল যৌগ :

  • K2SO4.Al2(SO4)3 .24H2O (কপার সালফেট এলুমিনিয়াম সালফেট. ২৪ অনু পানি) [পটাশ এলাম বা ফিটকিরি]
  • [K4Fe(CN)6] [পটাশিয়াম ফেরো সায়ানাইড]

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.