অকল্যান্ড দ্বীপপুঞ্জ

অকল্যাণ্ড দ্বীপপুঞ্জ (ইংরেজি: Auckland Islands; স্থানীয় নাম Motu Maha) (৫০°৪২′ দক্ষিণ ১৬৬°৫′ পূর্ব) নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের প্রায় ৪৬৫ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত কতগুলি জনমানবহীন দ্বীপের সমষ্টি। এদের মধ্যে বৃহত্তম দ্বীপটি অকল্যাণ্ড দ্বীপ নামে পরিচিত। এর দৈর্ঘ্য ৫০ কিমি এবং প্রস্থ ২৪ কিমি।[1]

অকল্যান্ড দ্বীপপুঞ্জ
স্থানীয় নাম:
Motu Maha
অকল্যান্ড দ্বীপপুঞ্জের টোপোগ্রাফিক্যাল মানচিত্র
ভূগোল
অবস্থানদক্ষিণ প্রশান্ত মহাসাগর
স্থানাঙ্ক৫০°৪২′ দক্ষিণ ১৬৬°৫′ পূর্ব
দ্বীপপুঞ্জঅকল্যান্ড দ্বীপপুঞ্জ
মোট দ্বীপের সংখ্যা
প্রধান দ্বীপসমূহঅকল্যান্ড দ্বীপপুঞ্জ, অ্যাডামস দ্বীপপুঞ্জ, এন্ডারবি দ্বীপপুঞ্জ, ডিসাপইন্টমেন্ট দ্বীপপুঞ্জ, উইং দ্বীপপুঞ্জ, ডান্ডাস দ্বীপপুঞ্জ, সবুজ দ্বীপপুঞ্জ
সর্বোচ্চ উচ্চতা৬৬০ মিটার ( ফুট)
সর্বোচ্চ বিন্দুমাউন্ট ডিক
প্রশাসন
আঞ্চলিক কর্তৃপক্ষনিউজিল্যান্ড সাব-এন্টার্কটিক দ্বীপপুঞ্জ
জনপরিসংখ্যান
জনসংখ্যা

অন্য দ্বীপগুলি হচ্ছে অ্যাডামস দ্বীপ, এন্ডারবি দ্বীপ,। ডিস্যাপয়েন্টমেন্ট দ্বীপ, ইউয়িং দ্বীপ, ডান্ডাস দ্বীপ এবং গ্রিন দ্বীপ।

দ্বীপগুলি সমুদ্রের তলদেশ থেকে উত্থিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট। এগুলিতে বেশ কিছু ভাল প্রাকৃতিক পোতাশ্রয় আছে।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.