টাইম-ডিভিশন লং-টার্ম ইভল্যুশন

টাইম-ডিভিশন লং-টার্ম ইভোলিউশন (টিডি-এলটিই), যা লং-টার্ম ইভোলিউশন টাইম-ডিভিশন (এলটিই-টিডিডি) নামেও পরিচিত,[1] একটি ৪জি মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি, যেটি ২০০৭ সালে উদ্ভাবিত হয়। এর সহ-উদ্ভাবক প্রতিষ্ঠানসমূহ হলো ডাটাং টেলিকম, চায়না মোবাইল, হুওয়াই, জেডটিই, নকিয়া সমাধান এবং নেটওয়ার্ক, অ্যালকাটেল সাংহাই বেল, কোয়ালকম, এসটি-এরিকসন, লীডকোর। এটি ৩জিপিপি এলটিই এর একটি প্রকার, অন্যটি হলো ফ্রিকোয়েন্সি-ডিভিশন লং-টার্ম ইভোলিউশন (এফডি-এলটিই)।

তথ্যসূত্র

  1. Kan, Michael (১৯ আগস্ট ২০১১)। "ZTE, China Mobile Demo 4G LTE TDD Phone"cio.com। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.