সিদ্ধার্থ রায় কাপুর
সিদ্ধার্থ রায় কাপুর হচ্ছেন ভারতের হিন্দি চলচ্চিত্র শিল্পের একজন প্রযোজক।[1][2] ওয়াল্ট ডিজনি কম্পানী ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ রায় কাপুর | |
---|---|
![]() বরফি! চলচ্চিত্রের প্রোমোশোন অনুষ্ঠানে সিদ্ধার্থ (২০১৪) | |
জন্ম | মুম্বাই | ২ আগস্ট ১৯৭৪
পেশা | চলচ্চিত্র প্রযোজক |
দাম্পত্য সঙ্গী | বিদ্যা বালান |
আত্মীয় | আদিত্য রায় কাপুর (ভাই) |
পূর্ব জীবন
১৯৭৪ সালের ২ আগস্ট মুম্বাইতে সিদ্ধার্থের জন্ম। তিনি জিডি সোমানি মেমোরিয়াল স্কুলে অধ্যায়ন করে সিডেনহ্যাম কলেজে পড়েন যেখানে তিনি ড্রামাটিকস সোসাইটির সভাপতি ছিলেন, এরপর তিনি যমুনালাল ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিস থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।
সিদ্ধার্থ প্রথমে মুম্বাইয়ের একটি কম্পানিতে কাজ শুরু করেছিলেন এর অব্যবহিত পরেই তিনি স্টার টিভিতে যোগ দেন, স্টার প্লাসে কৌন বনেগা ক্রোড়পতি এর প্রথম অনুষ্ঠান (২০০০ সাল) হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিলো।
তথ্যসূত্র
- "NEXT CHANGE! – Siddharth Roy Kapur, CEO, UTV Motion Pictures – CEO Speak"। Utvgroup.com। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪।
- "Siddharth Roy Kapur's Biography"। Koimoi।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.