সিসাময়েড অস্থি

অ্যানাটমিতে ‘’সিসাময়েড অস্থি ‘’ বলতে(/ˈsɛsəmɔɪd/[1][2]) টেন্ডনে অবস্থিত অস্থিকে বুঝায়।

সিসাময়েড অস্থি
ডান হাঁটু সন্ধির লম্বচ্ছেদ
পায়ের পাতার প্রথম মেটাটার্সাল অস্থির শেষ প্রান্তে সিসাময়েড অস্থি
লাতিনossa sesamoidea
TAA02.0.00.016
FMAFMA:32672
Anatomical terms of bone

যেখানে যেখানে পাওয়া যায়

সমস্ত দেহেই সিসাময়েড অস্থি পাওয়া যায়,যেমন

যেখানে পাওয়া যায়অস্থিটেন্ডন
হাঁটুপ্যাটেলাকোয়াড্রিসেপ্স
হাতপ্রথম মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ(কখনো কখনো দ্বিতীয় মেটাকার্পাল অস্থির দূরবর্তী অংশ)অ্যাডাক্টর পলিসিসফ্লেক্সর পলিসিস ব্রেভিস
কব্জিপিসিফর্মফ্লেক্সর কার্পি আলনারিস [3]
চরণপ্রথম মেটাটার্সাল অস্থি(কখনো কখনো দ্বিতীয় মেটাটার্সাল অস্থি)ফ্লেক্সর হ্যালুসিস ব্রেভিস [4]

ক্লিনিক্যাল গুরুত্ব

সিসাময়েড অস্থিতে খুব অল্পই রক্ত পৌঁছতে পারে।দ্রুত চিকিৎসা না করা হলে সারানো অনেক কঠিন হয়ে পড়ে।নেক্রোসিস হবার আশঙ্কা আছে[5]

তথ্যসূত্র

  1. OED 2nd edition, 1989 as /sεsəmɔɪd/.
  2. Entry "sesamoid" in Merriam-Webster Online Dictionary.
  3. Tim D. White, Human Osteology, 2nd edition (San Diego: Academic Press, 2000), 199, 205.
  4. White, Human Osteology, 2nd edition, 257-261.
  5. http://www.footankleinstitute.com/sesamoid-fracture/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.