সান ফ্রান্সিসকো ক্রনিকল

সান ফ্রান্সিসকো ক্রনিকল (ইংরেজি: San Francisco Chronicle) হচ্ছে উত্তর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি প্রচলিত সংবাদপত্র, সেই সাথে গোটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি সংবাদপত্র। এটি মূলত সরবরাহ করা হয় সান ফ্রান্সিসকো উপকূলবর্তী এলাকায়, কিন্তু এটি উত্তর ও মধ্য ক্যালিফোর্নিয়াতেও সরবরাহ করা হয়। ১৮৬৫ সালে চার্লস ডি ইয়াং ও এম. এইচ. ডি ইয়াং নামের দুই ভাই একত্রে দ্য ডেইলি ড্রামাটিক ক্রনিকল নামে একটি সংবাদপত্র প্রকাশ শুরু করে, যা আজকের সান ফ্রান্সিসকো ক্রনিকল[2] সান ফ্রান্সিসকোতে শুরু হয়ে ১৮৮০ সাল পর্যন্ত পত্রিকাটি ছিলো যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী এলাকার সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক। বর্তমানে শুধুমাত্র লস অ্যাঞ্জেলস টাইমস এটিকে টপকে প্রথম স্থানে রয়েছে। এছাড়া বর্তমানে ক্রনিকল বিক্রির দিক থেকে যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ দৈনিক পত্রিকা।

সান ফ্রান্সিসকো ক্রনিকল
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকহিয়ারেস্ট কর্পোরেশন
প্রকাশকফ্র্যাঙ্ক জে. ভেগা
সম্পাদকওয়ার্ড এইচ. বুশি
প্রতিষ্ঠাকাল১৬ জানুয়ারি, ১৮৬৫
সদরদপ্তর৯০১ মিশন স্ট্রিট
সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া
প্রচলন৩,১২,১১৮ (প্রতিদিন)
৩,৫৪,৭৫২ (রবিবার)[1]
আইএসএসএন1932-8672
দাপ্তরিক ওয়েবসাইটsfgate.com

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ১৬ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৯
  2. Nolte, Carl (জুন ১৬, ১৯৯৯)। "134 Years of the Chronicle"। San Francisco Chronicle। সংগ্রহের তারিখ ২০০৬-০৯-২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.