রবিন ডানবার

রবিন ইয়ান ম্যাকডোনাল্ড ডানবার (জন্ম: ২৮ জুন, ১৯৪৭) একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ ও বিবর্তনবাদী জীববিজ্ঞানী। তার গবেষণার প্রধান বিষয় হলো বানর-গণভুক্ত প্রাণী সমূহের ব্যবহার। তিনি "ডানবারের সংখ্যা"র প্রণেতা।[2] তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণ মনোবিজ্ঞান বিভাগের প্রধান।[3]

রবিন ডানবার
দেশীয় নামRobin Dunbar
জন্মরবিন ইয়ান ম্যাকডোনাল্ড ডানবার
(1947-06-28) ২৮ জুন ১৯৪৭
লিভারপুল, যুক্তরাজ্য
বাসস্থানঅক্সফোর্ড
জাতীয়তাব্রিটিশ
প্রতিষ্ঠানব্রিস্টল বিশ্ববিদ্যালয়
স্টকহোম বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি কলেজ লন্ডন
লিভারপুল বিশ্ববিদ্যালয়
শিক্ষামনোবিজ্ঞানদর্শন
প্রাক্তন ছাত্রব্রিস্টল বিশ্ববিদ্যালয়
সন্দর্ভসমূহThe social organisation of the gelada baboon (Theropithecus gelada) (1974)
পরিচিতির কারণডানবারের সংখ্যা[1]
উল্লেখযোগ্য
পুরস্কার
ব্রিটিশ একাডেমির ফেলোশিপ
স্ত্রী/স্বামীইভা প্যাট্রিশিয়া ডানবার
ওয়েবসাইট
senrg.psy.ox.ac.uk/people/r_dunbar.html

শিক্ষাজীবন

ডানবার ম্যাগডালেন কলেজ স্কুল, ব্র্যাকলিতে পড়াশুনা করেন। পরে তিনি ম্যাগডালেন কলেজ, অক্সফোর্ড এ ভর্তি হন। সেখানে তার শিক্ষক ছিলেন নিকো টিনবার্জেন। তিনি ১৯৬৯ সালে মনোবিজ্ঞানদর্শন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৭৪ সালে পিএইচডি সম্পন্ন করেন।

পুরস্কার ও সম্মাননা

  • ২০১৪, হাক্সলি স্মারক পদক, রয়্যাল অ্যান্‌থ্রোপলজিকাল ইনস্টিটিউট অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড।
  • ১৯৯৮, ব্রিটিশ একাডেমির ফেলোশিপ।
  • ১৯৯৪, লিভারপুল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রধান।

তথ্যসূত্র

  1. Malcolm Gladwell (17 June 2007). "Dunbar's Number". scottweisbrod
  2. Krotoski, Aleks (১৪ মার্চ, ২০১০)। "Robin Dunbar: we can only ever have 150 friends at most…"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল, ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "Is There A Limit To How Many Friends We Can Have?"NPR। ১৩ জানুয়ারি, ২০১৭। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল, ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

টেমপ্লেট:পরীক্ষণ মনোবিজ্ঞান

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.