রয়টার্স
রয়টার্স(ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।[2] এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে। ২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে। রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।

রয়টার্স তথ্য কেন্দ্র, লন্ডন
![]() | |
Division | |
শিল্প | সংবাদ সংস্থা |
প্রতিষ্ঠাকাল | অক্টোবর ১৮৫১ |
প্রতিষ্ঠাতা | পল জুলিয়াস রয়টার |
প্রধান ব্যক্তি | মাইকেল ফ্রিডেনবের্গ (সভাপতি), স্টিভেন জে. অ্যাডলার (প্রধান সম্পাদক) |
মূল প্রতিষ্ঠান | থমসন রয়টার্স[1] |
ওয়েবসাইট | agency.reuters.com (B2B) www.reuters.com (B2C) |
তথ্যসূত্র
- "Company History"। থমসন রয়টার্স। ২০১৩-১২-১৩। ২০১৪-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৭।
- Reuters Agency। রয়টার্স https://agency.reuters.com/en/about-us.html। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.