প্লাস্টিড

প্লাস্টিড(ইংরেজি: Plastides) উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু।

উদ্ভিদকোষে প্লাষ্টিড

প্লাস্টিড

উদ্ভিদের কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অরগানেল বা অঙ্গানু (organelle)। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রাণীকোষে সাধারণত প্লাস্টিড পাওয়া যায় না।

প্লাস্টিডের কাজ

  • খাদ্য প্রস্তুত করা
  • খাদ্য সঞ্চয় করা
  • উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা
  • বিভিন্ন ধরনের কিট প্রতঙ্গ কে আকৃষ্ট করে অর্থাৎ পরাগায়ণে সাহায্য করা

শ্রেণীবিভাগ

প্লাস্টিডের শ্রেণীবিভাগ করা হয় এদের রঙের ভিত্তিতে।

  • ক্লোরোপ্লাস্ট (Chloroplast) :সবুজ রঙের প্লাস্টিডদের বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এ থাকা সবুজ বর্ণের রাসায়নিক ক্লোরোফিল এর মাধ্যমে উদ্ভিদের কোষ সালোকসংশ্লেষণ করে।
  • ক্রোমোপ্লাস্ট (Chromoplast): নানা রঙের হতে পারে।
  • লিউকোপ্লাস্ট (Leucoplast): এদের কোন রঙ নেই এবং এরা সালোকসংশ্লেষণ করে না।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.