এনবিসি

এনবিসি (পূর্বের নাম ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি) একটি মার্কিন টেলিভিশন সংস্থা। এর প্রধান কার্যালয় নিউ ইয়র্ক শহরের রকেফেলার সেন্টারে অবস্থিত। ময়ূর পুচ্ছের মতো বর্ণীল প্রতীকের কারণে এনবিসিকে অনেক সময় পিকক নেটওয়ার্ক বা ময়ূর নেটওয়ার্কও বলা হয়ে থাকে।

ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি (এনবিসি)
ধরনব্রডকাস্ট টেলিভিশ নেটওয়ার্ক
নিউজ রেডিও নেটওয়ার্ক
স্পোর্টস রেডিও নেটওয়ার্ক
ব্র্যান্ডিংএনবিসি
দেশযুক্তরাষ্ট্র
প্রাপ্যতাজাতীয়
স্লোগানEvery Day is Full of Color.
We Comedy (Comedy Shows).
প্রধান কার্যালয়GE Building
নিউ ইয়র্ক সিটি
মালিকানাআরসিএ (১৯২৬-১৯৮৬)
জেনারেল ইলেকট্রিক
(১৯২৬=১৯৩০, ১৯৮৬-বর্তমান)
NBCUniversal (2004-present)
Vivendi (2004-2011)
Comcast (2011-present)
বিশেষ ব্যক্তি
Steve Burke, CEO
Bob Greenblatt, Chairman, NBC Entertainment
Mark Lazarus, Chairman, NBC Sports
Steve Capus, President, NBC News/
আরম্ভের তারিখ
November 15, 1926 (radio)
July 1, 1938 (television)
ছবি ফরম্যাট
720P (16:9 HDTV)
1080i (HDTV)
কলসাইনNBC
কলসাইনের অর্থ
National Broadcasting Company
শাখাসমূহLists:
By state or By DMA
অফিসিয়াল ওয়েবসাইট
NBC.com

এই নেটওয়ার্কটি বর্তমানে এনবিসি ইউনিভার্সাল নামক সংস্থার অংশ, এবং সারা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ এর ও বেশি টিভি স্টেশনে অনুষ্ঠান সরবরাহ করে থাকে। এনবিসি ইউনিভার্সাল নিজে জেনারেল ইলেক্ট্রিক এর অঙ্গপ্রতিষ্ঠান।

এনবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে, আরসিএ এর অধীনে। ১৯৮৬ সালে ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে আরসিএ কে জেনারেল ইলেক্ট্রিক কিনে নেয়ার মাধ্যমে এনবিসির মালিকানা লাভ করে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.