মথ

মথেরা হল প্রজাপতির সাথে সম্পর্কিত এবং লেপিডোপ্টেরা বর্গের অন্তর্গত কীটের একটি প্যারাফাইলেটিক দল। লেপিডোপ্টেরা বর্গের অধিকাংশ প্রজাতিই হল এই সকল মথ। প্রায় ১৬০০০০ টি প্রজাতি নিয়ে এই মথের দল গঠিত যাদের অনেকগুলোর বর্ণনা এখনো অসম্পূর্ণ।[1] মথের অধিকাংশ প্রজাতি নিশাচর, তথাপি ক্রেপাসকুলার এবং দিবাচর প্রজাতিও বিদ্যমান।

মথ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
(শ্রেণীবিহীন): Heterocera

ইতিহাস

প্রজাপতির অনেক আগেই মথেরা বিবর্তিত হয়েছিল। মথের সবচেয়ে পুরনো জীবাশ্ম নথির বয়স প্রায় ১৯ কোটি বছর। মথ ও প্রজাপতি উভয়েই সপুষ্পক উদ্ভিদের সাথে সহবিবর্তিত হয়েছে বলে ধারণা করা হয়, কারণ লেপিডোপ্টেরার আধুনিক প্রজাতিগুলোর শূককীট এবং পূর্ণাঙ্গ কীট সপুষ্পক উদ্ভিদের উপরই জীবন ধারণ করে। ইতিহাসের সবচেয়ে গোড়ার দিকের যে প্রজাতিটিকে মথের পূর্বপুরুষ বলে ধারণা করা হয় সেটি হল আর্কিওলেপিস মেইন, যার জীবাশ্মখন্ড কেডিসফ্লাইয়ের শিরার মতো আঁশময় পাখা ধারণ করে।[2]

গ্যালারি

পাতা-আকৃতিযুক্ত মথ
পাতা-আকৃতিযুক্ত মথ 
জায়ান্ট গ্রে মথ
জায়ান্ট গ্রে মথ 
প্রতিরক্ষামূলক রেশম গুটি
প্রতিরক্ষামূলক রেশম গুটি 
হক মথের শূককীট
হক মথের শূককীট 
পপলার হক-মথের (Laothoe populi]) প্রজনন জুড়ি
পপলার হক-মথের (Laothoe populi]) প্রজনন জুড়ি 
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে হোয়াইট-লিঙ্কড স্ফিংক্স মথ
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে হোয়াইট-লিঙ্কড স্ফিংক্স মথ 
বতসোয়ানার মার্বলড এম্পেরর মথ
বতসোয়ানার মার্বলড এম্পেরর মথ 
(Dysphania militaris) ফলস টাইগার মথ, বক্সা ব্যাঘ্র প্রকল্প, আলিপুরদুয়ার,পশ্চিমবঙ্গ
(Dysphania militaris) ফলস টাইগার মথ, বক্সা ব্যাঘ্র প্রকল্প, আলিপুরদুয়ার,পশ্চিমবঙ্গ 
সালাসসা লোলা (Salassa lola)
সালাসসা লোলা (Salassa lola) 

তথ্যসূত্র

  1. "মথ- স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন"। ১৮ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪
  2. "মথ ও প্রজাপতির বিবর্তন—চিহুয়াহুয়ান ডেজার্ট সেন্টার"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.