অর্থ (টাকা)

অর্থ (টাকা) নিদিষ্ট ঐতিহাসিক পর্বে সাধারণ তুল্যমূল্য হিসেবে সকল পণ্য থেকে স্বত:স্ফূর্তভাবে আলাদা হয়ে যাওয়া বিশেষ পণ্য বা উপায়, যেকোনো পণ্যই যার সঙ্গে বিনিমেয় বা যা দিয়ে ক্রয় করা সম্ভব। প্রাক-পুঁজিবাদী গঠন রূপগুলোতে বিভিন্ন পণ্য (পশুর চামড়া, শস্য, পশু) অর্থের ভূমিকা পালন করেছে; ক্রমশ স্বর্ণ ও রৌপ্য এ ভূমিকাসীন হয়েছে। অর্থ হিসেবে কাগুজে মুদ্রা প্রচলিত। রাষ্ট্র তা ছাপায় ও তার বাধ্যতামূলক বিনিময় হার রয়েছে।[1]

তথ্যসূত্র

https://www.telegraph.co.uk/finance/businessclub/money/11174013/The-history-of-money-from-barter-to-bitcoin.html

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.