মার্ক রনসন
মার্ক ড্যানিয়েল রনসন একজন ইংরেজ সংগীতশিল্পী, ডিজে, সংগীতলেখক এবং রেকর্ড প্রযোজক। তিনি ৫বার গ্র্যামি এওয়ার্ড পেয়েছেন।
Mark Ronson | |
---|---|
![]() ২০১১ সালে মার্ক রনসন | |
জন্ম | মার্ক ড্যানিয়েল রনসন ৪ সেপ্টেম্বর ১৯৭৫ সেন্ট জন'স উড, লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
অন্যান্য নাম | ডিজে রনসন |
পেশা |
|
কার্যকাল | ১৯৯৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | Joséphine de La Baume (বি. ২০১১; বিচ্ছেদ. ২০১৭) |
আত্মীয় |
|
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
বাদ্যযন্ত্রসমূহ |
|
লেবেল |
|
সহযোগী শিল্পী |
|
ওয়েবসাইট | markronson |
রনসন লন্ডনে জন্মগ্রহণ করেন এবং নিউ ইয়র্কে তার সৎপিতা মিক জনস এর সাথে বড় হন, যা বাল্যকালেই তাকে সংগীতের প্রতি আগ্রহী করে তোলে।নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হিপ-হপ জগতে একজন জনপ্রিয় ডিজে হিসেবে পরিচিতি পান। তার প্রথম এলবাম " Here Comes the Fuzz" কোনো বড়সড় সাড়া ফেলতে সক্ষম হয়নি। ২০১৪ সালে রনসন ব্রুনো মার্স সহ "Uptown Funk" রিলিজ করেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১৮ তে তিনি তার নিজস্ব রেকর্ড লেবেল জেলিজ রেকর্ড প্রতিষ্ঠা করেন।
তথ্যসূত্র
- "Mark Ronson | Music Biography, Credits and Discography"। AllMusic। ৪ সেপ্টেম্বর ১৯৭৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.