ম্যালকম আর্থার স্মিথ
ম্যালকম আর্থার স্মিথ (ইংরেজি: Malcolm Arthur Smith) (১৮৭৫, নিউ ম্যাল্ডেন, সারে - ১৯৫৮, অ্যাস্কট) ছিলেন একজন উভচর-সরীসৃপবিদ এবং চিকিৎসক যিনি মালয় উপদ্বীপে কর্মরত ছিলেন।
প্রথম কাল
শৈশবে তিনি উভচর ও সরীসৃপের উপর আগ্রহী ছিলেন। ১৮৯৮ সালে লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান ও শৈল্যবিদ্যায় শিক্ষা গ্রহণ শেষে তিনি তৎকালীন শ্যাম রাজ্যের ব্যাংককে ব্রিটিশ দূতাবাসের চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়ে সেখানে চলে আসেন।
কাজ
তিনি শ্যামের রাজকীয় আদালত এবং রাজ-পরিবারের চিকিৎসক হিসেবেও নিয়োগ লাভ করেন[1]। উভচর এবং সরীসৃপ পর্যবেক্ষণের ফলে প্রাপ্ত ফলাফল তিনি প্রকাশ করেন। তিনি লন্ডন জাদুঘরে তার শিক্ষা সম্পূর্ণ করার জন্য ১৯২৫ সালে ব্যাংকক ত্যাগ করেন।
প্রকাশনা
- ১৯২৬, সামুদ্রিক-সাপের মনোগ্রাফ
- ১৯৪৭, "শ্যামের আদালতের একজন চিকিৎসক"
- ১৯৩১- ১৯৪৩, দি ফনা অফ ব্রিটিশ ইন্ডিয়া, ইনক্লুডিং সিলন এন্ড বার্মা; সরীসৃপ ও উভচর বিষয়ক ৩ খন্ড।
- ১৯৫১, ব্রিটেনের উভচর ও সরীসৃপ
তথ্যসূত্র
- Smith, MA 1947. A Physician at the Court of Siam
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.