হিথ্রো বিমানবন্দর

লন্ডন হিথ্রো বিমানবন্দর (ইংরেজীতে: London Heathrow Airport) যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। যাত্রী পরিবহনের দিক থেকে এটি পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। ইউরোপীয় ইউনিয়নে এটি সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দর। বিএএ লিমিটেড এই বিমানবন্দরের কর্তৃপক্ষ। বিএমআই, ব্রিটিশ এয়ারওয়েজভার্জিন আটলান্টিক এয়ারওয়েজ হিথ্রো বিমানবন্দরকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে। [1] সেন্ট্রাল লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দর ১২ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থিত। এই বিমানবন্দরে পূর্ব-পশ্চিমে বিস্তৃত দুইটি সমান্তরাল রানওয়ে ও চারটি টার্মিনাল আছে। আরেকটি টার্মিনালের নির্মাণ কাজ চলছে যার প্রথম পর্যায়ের কাজ ২০১৪ সালে শেষ হবে। প্রায় ৯০টি এয়ারলাইন্স লন্ডন হিথ্রো বিমানবন্দরে চলাচল করে। এসব এয়ারলাইন্স বিশ্বের প্রায় ১৭০টি শহরের সাথে যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে।

লন্ডন হিথ্রো বিমানবন্দর
চিত্র:BAA Heathrow.svg
লন্ডন হিথ্রো টার্মিনাল ৫
  • আইএটিএ: LHR
  • আইসিএও: EGLL
  • ডব্লিউএমও: 03772
    Heathrow Airport
    Location of airport in Greater London
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক
মালিকবিএএ লিমিটেড
পরিচালকহিথ্রো এয়ারপোর্ট লিমিটেড
অবস্থানলন্ডন, যুক্তরাজ্য
যে হাবের জন্য
  • বিএমআই এয়ারলাইন্স
  • ব্রিটিশ এয়ারলাইন্স
  • ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজ
এএমএসএল উচ্চতা৮৩ ফুট / ২৫ মিটার
স্থানাঙ্ক৫১°২৮′৩৯″ উত্তর ০০০°২৭′৪১″ পশ্চিম
ওয়েবসাইটwww.heathrowairport.com
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
09L/27R ১২ Grooved Asphalt
09R/27L ১২ Grooved Asphalt
পরিসংখ্যান (2009)
Aircraft Movements466,393
Passengers66,036,957
Based Aircraft~252
Sources: UK AIP at NATS[1]
Statistics from the UK Civil Aviation Authority[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.