হিথ্রো বিমানবন্দর
লন্ডন হিথ্রো বিমানবন্দর (ইংরেজীতে: London Heathrow Airport) যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। যাত্রী পরিবহনের দিক থেকে এটি পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। ইউরোপীয় ইউনিয়নে এটি সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দর। বিএএ লিমিটেড এই বিমানবন্দরের কর্তৃপক্ষ। বিএমআই, ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজ হিথ্রো বিমানবন্দরকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে। [1] সেন্ট্রাল লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দর ১২ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থিত। এই বিমানবন্দরে পূর্ব-পশ্চিমে বিস্তৃত দুইটি সমান্তরাল রানওয়ে ও চারটি টার্মিনাল আছে। আরেকটি টার্মিনালের নির্মাণ কাজ চলছে যার প্রথম পর্যায়ের কাজ ২০১৪ সালে শেষ হবে। প্রায় ৯০টি এয়ারলাইন্স লন্ডন হিথ্রো বিমানবন্দরে চলাচল করে। এসব এয়ারলাইন্স বিশ্বের প্রায় ১৭০টি শহরের সাথে যুক্তরাজ্যকে সংযুক্ত করেছে।
লন্ডন হিথ্রো বিমানবন্দর | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() লন্ডন হিথ্রো টার্মিনাল ৫ | |||||||||||||||
| |||||||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||||||
মালিক | বিএএ লিমিটেড | ||||||||||||||
পরিচালক | হিথ্রো এয়ারপোর্ট লিমিটেড | ||||||||||||||
অবস্থান | লন্ডন, যুক্তরাজ্য | ||||||||||||||
যে হাবের জন্য |
| ||||||||||||||
এএমএসএল উচ্চতা | ৮৩ ফুট / ২৫ মিটার | ||||||||||||||
স্থানাঙ্ক | ৫১°২৮′৩৯″ উত্তর ০০০°২৭′৪১″ পশ্চিম | ||||||||||||||
ওয়েবসাইট | www.heathrowairport.com | ||||||||||||||
রানওয়েসমূহ | |||||||||||||||
| |||||||||||||||
পরিসংখ্যান (2009) | |||||||||||||||
| |||||||||||||||
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে হিথ্রো বিমানবন্দর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিভ্রমণে Heathrow Airport সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.