চাদ হ্রদ

চাদ হ্রদ মধ্য আফ্রিকাতে চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গমস্থলে অবস্থিত একটি হ্রদ। এটি সমুদ্র সমতল থেকে ২৫০ মিটার উচ্চতায় অবস্থিত। প্রধানত চারি ও লোগোন নদী চাদ হ্রদের পানি সরবরাহ করে। যদিও হ্রদটি থেকে কোন বহির্গামী জলধারা নেই, তা সত্ত্বেও বাষ্পীভবন এবং ভূগর্ভস্থ চোঁয়ানোর ফলে হ্রদটির আকার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বর্ষাকালে হ্রদটির আয়তন প্রায় ২৫,০০০ বর্গকিলোমিটার হয়। কিন্তু শুষ্ক মৌসুমে এর আয়তন কমে মাত্র ১০,০০০ বর্গকিলোমিটার হয়ে যেতে পারে। হ্রদের গভীরতা উত্তর-পশ্চিমে ১ মিটার থেকে দক্ষিণে ৬ মিটার পর্যন্ত হয়। হ্রদের পূর্ব প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে, যেগুলিতে মনুষ্যবসতি আছে। ১৮২৩ সালে একদল ব্রিটিশ অভিযাত্রী প্রথম ইউরোপীয় হিসেবে হ্রদটির দেখা পান।

চাদ হ্রদ
Map of lake and surrounding region
স্থানাঙ্ক13°0′N 14°0′E
ধরনEndorheic
প্রাথমিক অন্তর্প্রবাহChari River
প্রাথমিক বহিঃপ্রবাহSoro & Bodélé Depressions
অববাহিকার দেশসমূহChad, Cameroon, Niger, Nigeria
পৃষ্ঠতল অঞ্চল1,350 km²[1]
গড় গভীরতা1.5 m
সর্বাধিক গভীরতা11 m
পানির আয়তন10.8 km³
উপকূলের দৈর্ঘ্য650 km
পৃষ্ঠতলীয় উচ্চতা280 m
তথ্যসূত্র[1]
উপকূলের দৈর্ঘ্য ভাল সংজ্ঞায়িত পরিমাপ হয়নি
২০০১ সালে তোলা উপগ্রহ ছবি। উপরে ১৯৭৩ থেকে ১৯৯৭ পর্যন্ত পরিবর্তন দেখানো হয়েছে।

তথ্যসূত্র

  1. "Lake Chad: Experiences and Lessons Learned in Brief" (PDF)www.worldlakes.org। ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.