হেমিপটেরা
হেমিপটেরা (ইংরেজি: Hemiptera) ইনসেক্ট শ্রেনীর অন্তর্ভুক্ত অন্যতম বৃহৎ একটি বর্গ। হেমিপটেরা বর্গের প্রায় ৫০,০০০-৮০,০০০ প্রজাতি বিদ্যমান।[2] হেমিপটেরা বর্গের কীটপতঙ্গ সাধাণত বাগ (ইংরেজি: bug) বা গান্ধিপোকা, গাছের উকুন (ইংরেজি: plant lice), আইশ পোকা প্রভৃতি নামে পরিচিত। এ বর্গের কীটপতঙ্গে দু’জোড়া ডানা বিদ্যমান যার সামনের ডানার অগ্রাংশ শক্ত ও স্ক্লেরোটিক যুক্ত এবং পেছনের অংশ মেমব্রেনাস।[3] এ বর্গের কীটপতঙ্গেরা অধিকাংশ ফসলের ক্ষতিকর পেষ্ট হিসেবে সরাসরি আক্রমণ করে মারাত্বক ক্ষতি করে থাকে।[3]
হেমিপটেরা Hemiptera সময়গত পরিসীমা: Moscovian–recent | |
---|---|
![]() | |
Acanthosoma haemorrhoidale, a shield bug | |
![]() | |
Aphids | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
অধঃশ্রেণী: | Neoptera |
মহাবর্গ: | Paraneoptera |
বর্গ: | Hemiptera Linnaeus, 1758 |
Suborders[1] | |
|
নামকরণ
১৭৫৮ সালে বিজ্ঞানী লিনিয়াস সর্বপ্রথম এ বর্গের কীটপতঙ্গের নাম রাখেন হেমিপটেরা। এরপর ল্যাট্রেইলি ১৮১০ সালে এগুলোর দুটি উপবর্গ হেটারোপটেরা ও হোমপটেরা এ ভাগ করেন।[4] Hemiptera শব্দটি দুটি গ্রিক শব্দ Hemi = half বা অর্ধ এবং pteron = wing বা ডানা থেকে উদ্ভূত।
স্বভাব ও বাসস্থান
এ বর্ঘের অধিকাংশ কীটপতঙ্গ স্থলবাসী; কিন্তু অনেকে আবার পানি বা পানির মতো পরিবেশে বাস করে। বেশিরভাগ সদস্য উদ্ভিদের পাতার রস খেয়ে জীবন-ধারণ করে আবার অনেকগুলো শিকারি বা পরজীবী হিসেবে অন্যের দেহে বাস করে। কৃষি ক্ষেতে বিভিন্ন ফসলের পেস্ট হিসেবে মারাত্বক ক্ষতি করে।[3]
বিস্তৃতি
হেমিপটেরা বর্গের কীটপতঙ্গ পৃথিবীর সর্বত্রই বিস্তৃত। তবে নাতিশীতোষ্ঞমন্ডলের দেশগুলোতে এগুলোর সংখ্যা বেশি।
আরো দেখুন
তথ্যসূত্র
- "Hemiptera"। ইন্টিগ্রেটেড ট্যাক্সোনোমিক ইনফরমেশন সিস্টেম।
- Jon Martin & Mick Webb। "Hemiptera...It's a Bug's Life" (PDF)। Natural History Museum। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০১০।
- বিশ্বাস, বিবেকানন্দ (জুন ২০১৪)। "কীটপতঙ্গের শ্রেণিবিভাগ"। ওয়াহাব, আবদুল। আধুনিক কীটতত্ত্ব। ঢাকা, বাংলাদেশ: বাংলা একাডেমী। পৃষ্ঠা ২৮৭-২৯০। আইএসবিএন 984-07-5355-X।
- "Insect groups (Orders)"। Amateur Entomologists' Society। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।