বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মাদরাসা শিক্ষা পরিচালনার জন্য গঠিত বোর্ড। এটি ১৯৭৮ সালের মাদরাসা শিক্ষা অধ্যাদেশবলে স্থাপিত হয়। বাংলাদেশে মাদরাসা শিক্ষার আধুনিকীকরণ ও মানোন্নয়নের লক্ষ্যে এর কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সকল মাদরাসা পরিচালনা করে। একজন অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপাধ্যক্ষের সহযোগিতায় যাবতীয় একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
মাদরাসা শিক্ষা বোর্ড
গঠিত১৯৭৯ (1979)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
ধরণসরকারি প্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • ২ নং, অরফ্যানেজ রোড, বকশী বাজার, ঢাকা-১২১১
যে অঞ্চলে কাজ করে
ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
চেয়ারম্যান
মোহাম্মদ ইউসুফ[1]
প্রধান প্রতিষ্ঠান
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটbmeb.gov.bd

কারিকুলাম

  • দাখিল ৬ষ্ঠ-৮ম
  • দাখিল জেনারেল
  • দাখিল Muzabbid
  • দাখিল বিজ্ঞান
  • দাখিল হিফযুল কুরাআন
  • দাখিল বিজনেস স্টাডিস
  • আলিম জেনারেল
  • আলিম Muzabbid
  • আলিম বিজ্ঞান
  • আলিম বিজনেস স্টাডিস

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Bangladesh Madrasah Education Board"। bmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৯

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.