অ্যাপোলো গ্রহাণুপুঞ্জ

অ্যাপোলো গ্রহাণুপুঞ্জ (Apollo asteroid) পৃথিবীর নিকটতম গ্রহাণুসমূহের শ্রেণীকে নির্দেশ করে। এর নামকরণ করা হয়েছে এই গ্রহাণুপুঞ্জে আবিষ্কৃত প্রথম গ্রহাণু ১৮৬২ অ্যাপোলো-এর নামানুসারে। এদের উপ-প্রধান অক্ষ পৃথিবীর চেয়ে বেশী এবং এরা Earth-crosser asteroids হিসেবে পরিচিত। এই গ্রহাণুগুলো পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়ে আমাদের প্রভূত ক্ষতির কারণ হতে পারে। গ্রহাণুগুলোর উপ-প্রধান অক্ষ যত বেশি হয় পৃথিবীর কক্ষপথকে ছেদ করার জন্য তাদের তত কম উৎকেন্দ্রিকতার প্রয়োজন হয় এবং ততই তারা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাড়ায়।

এপর্যন্ত জানা তথ্যমতে সর্ববৃহৎ অ্যাপোলো গ্রহাণু হচ্ছে ১৮৬৬ সিসাইফাস (1866 Sisyphus) যার ব্যাস প্রায় ১০ কিলোমিটার। এই ব্যাস Chicxulub crater সৃষ্টিকারী বস্তুর ব্যাসের সমান। এই খাদ সৃষ্টি হওয়ার প্রভাবেই পৃথিবী থেকে ডাইনোসোররা বিলুপ্ত হয়ে গিয়েছিলো।

কিছু সুপরিচিত অ্যাপোলো গ্রহাণুপুঞ্জের মধ্যে রয়েছে:

নামআবিষ্কারের বছরআবিষ্কারক
২০০৪ এক্সপি১৪২০০৪লিনিয়ার
২০০৪ এএস২০০৪লিনিয়ার
১৯৯৮ কেওয়াই২৬১৯৯৮স্পেসওয়াচ
1997 XR2১৯৯৭লিনিয়ার
69230 Hermes১৯৩৭কার্ল রেইনমুথ
(53319) 1999 JM8১৯৯৯লিনিয়ার
(52760) 1998 ML14১৯৯৮লিনিয়ার
(35396) 1997 XF11১৯৯৭স্পেসওয়াচ
(29075) 1950 DA১৯৫০Carl A. Wirtanen
25143 Itokawa১৯৯৮লিনিয়ার
6489 Golevka১৯৯১Eleanor F. Helin
4769 Castalia১৯৮৯Eleanor F. Helin
4660 Nereus১৯৮২Eleanor F. Helin
4581 Asclepius১৯৮৯Henry E. Holt, Norman G. Thomas
4486 Mithra১৯৮৭Eric Elst, Vladimir Shkodrov
(4197) 1982 TA১৯৮২Eleanor F. Helin, Eugene Shoemaker
4183 Cuno১৯৫৯Cuno Hoffmeister
4179 Toutatis১৯৮৯Christian Pollas
4015 Wilson-Harrington  ১৯৭৯Eleanor F. Helin
3200 Phaethon১৯৮৩Simon Green, John K. Davies / IRAS
2101 Adonis১৯৩৬Eugène Joseph Delporte
2063 Bacchus১৯৭৭Charles T. Kowal
1866 Sisyphus১৯৭২Paul Wild
1862 Apollo১৯৩২কার্ল রেইনমুথ
1685 Toro১৯৪৮Carl A. Wirtanen
1620 Geographos১৯৫১Albert George Wilson, Rudolph Minkowski
1566 Icarus১৯৪৯Walter Baade

আরও দেখুন

  • * অ্যাপোলো গ্রহাণুপুঞ্জের দলিলসমূহ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.