আন্দ্রেই শেভচেঙ্কো

আন্দ্রেই মিকোলাইয়োভিচ শেভচেঙ্কো (ইউক্রেনীয়: Андрі́й Микола́йович Шевче́нко, উচ্চারণ [ɑndˈrij mikoˈlɑjowɪtʃ ʃɛwˈtʃɛnko]; জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৭৬) একজন অবসরপ্রাপ্ত ইউক্রেনীয় ফুটবলার এবং বর্তমানে একজন ইউক্রেনীয় রাজনীতিবিদ

আন্দ্রেই শেভচেঙ্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রেই মিকোলাইয়োভিচ শেভচেঙ্কো[1]
জন্ম (1976-09-29) ২৯ সেপ্টেম্বর ১৯৭৬[2]
জন্ম স্থান ইয়াহোটিন রেওন, কিয়েভ রাজ্য, ইউক্রেনীয়ান এসএসআর,
সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৮৬–১৯৯৩ ডায়নামো কেইভ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯৪–১৯৯৯ ডায়নামো কেইভ ১১৭ (৬০)
১৯৯৯–২০০৬ মিলান ২০৮ (১২৭)
২০০৬–২০০৯ চেলসি ৪৮ (৯)
২০০৮–২০০৯মিলান (ধার) ১৮ (০)
২০০৯–২০১২ ডায়নামো কেইভ ৫৫ (২৩)
মোট ৪৪৬ (২১৯)
জাতীয় দল
১৯৯৪–১৯৯৫ ইউক্রেন ১৮ (৫)
১৯৯৪–১৯৯৫ ইউক্রেন অনূর্ধ্ব ২১ (৬)
১৯৯৫–২০১২ ইউক্রেন ১১১ (৪৮)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৩ অক্টোবর ২০১২ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৯ জুন ২০১২ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

  1. Hugman, Barry J. (ed) (২০০৭)। The PFA Footballers' Who's Who 2007–08। Mainstream। পৃষ্ঠা 368। আইএসবিএন 978-1-84596-246-3।
  2. "A. Shevchenko: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯
পূর্বসূরী
পাভেল নেদভেদ
ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার
২০০৪
উত্তরসূরী
রোনালদিনহো
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.