১৯৯৮ শীতকালীন প্যারালিম্পিক

১৯৯৮ শীতকালীন প্যারালিম্পিক (অফিসিয়ালিভাবে সপ্তম প্যারালিম্পিক শীতকালীন গেমস) হল আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ৭ম আয়োজন, যা ৫ - ১৪ মার্চ ১৯৯৮ সালে জাপানের নাগানোতে অনুষ্ঠিত হয়। এটি ছিল ইউরোপের বাইরে অনুষ্ঠিত প্রথম শীতকালীন প্যারালিম্পিক গেমস। এ আসরে ৫৭১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে, যা শীতকালীন প্যারালিম্পিক গেমসের ইতিহাসে সর্বাধিক।[1]

৭ম শীতকালীন প্যারালিম্পিক গেমস
স্বাগতিক শহরনাগানো, জাপান
নীতিবাক্যGames from the Heart (Japanese: 心からの大会, Kokorokara no Taikai)
অংশগ্রহণকারী জাতিসমূহ৩২
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ৫৭১
বিষয়সমূহ৪ টি ক্রীড়ার ১২২ বিষয়
উদ্বোধনী অনুষ্ঠান৫ মার্চ
সমাপ্তি অনুষ্ঠান১৪ মার্চ
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনCrown Prince Naruhito
ক্রীড়াবিদের শপথYonoe Ryuei
পারালিম্পিক টর্চNaoya Maruyama
পারালিম্পিক স্টেডিয়ামM-Wave
শীতকালীন:
<  লিলেহামার ১৯৯৪ সল্ট লেক ২০০২  >

ক্রীড়াসমূহ

১৯৯৮ শীতকালীন প্যারালিম্পিকে ৫ টি ক্রীড়া ৩৪ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[2]

  • আলপাইন স্কিং
  • আইস স্লেজ হকি
  • আইস স্লেজ রেসিং
  • বায়াথলন
  • ক্রস কান্ট্রি স্কিং

পদক তালিকা

স্বর্ণ পদক অর্জনকারী শীর্ষ ১০ টি জাতীয় প্যারালিম্পিক কমিটি হল :

  *   স্বাগতিক দেশ (জাপান)

1 নরওয়ে1891340
2 জার্মানি14171344
3 মার্কিন যুক্তরাষ্ট্র1381334
4 জাপান12161341
5 রাশিয়া1210931
6 সুইজারল্যান্ড105823
7 স্পেন8008
8 অস্ট্রিয়া7161134
9 ফিনল্যান্ড75719
10 ফ্রান্স59822

তথ্যসূত্র

  1. "Winter Games Overview"। International Paralympic Committee। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১২
  2. "Nagano 1998"। International Paralympic Committee। ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.