'দুল-'দ্জিন-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
'দুল-'দ্জিন-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: དུལ་འཛིན་གྲགས་པ་རྒྱལ་མཚན, ওয়াইলি: 'dul 'dzin grags pa rgyal mtshan) (১৩৭৪-১৪৩৪) একজন তিব্বতী বৌদ্ধ পন্ডিত ছিলেন।

'দুল-'দ্জিন-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
সংক্ষিপ্ত জীবনী
'দুল-'দ্জিন-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ১৩৭৪ খ্রিষ্টাব্দে তিব্বতের স্ব্রাং-য়ুল নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত তিব্বতী পন্ডিত ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার অন্যতম প্রধান শিষ্য ছিলেন। এছাড়াও তিনি দ্বিতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেনের শিষ্য ছিলেন। তিনি সর্বদুর্গতিপরিশোধনতন্ত্রের ওপর টীকাভাষ্য রচনা করেন এবং ব্ত্সুন-মো-ত্শাল বৌদ্ধবিহার ও মাল-গ্রো-ছা-দ্কার বৌদ্ধবিহার স্থাপন করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা 'জাম-দ্ব্যাংস-ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দানকে শিক্ষাদান করেন।[1]
তথ্যসূত্র
- Smith, E. Gene (2010-02)। "Duldzin Drakpa Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-01-09। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.