রৌরকেলা ইস্পাত কারখানা
রৌরকেলা ইস্পাত কারখানা হল ভারতের ওড়িশা রাজ্যের রৌরকেলা শহরে গড়ে ওঠা একটি বৃহত্ত ইস্পাত কারখানা।এইটি দেশের প্রথম পাবলিক সেক্টরের দ্বারা নির্মিত বৃহত্ত ইস্পাত কারখানা।এই ইস্পাত কারখানা পশ্চিম জার্মানের[1][2] হসযোগিতায় নির্মিত হয় ১৯৬০ সালে।এই সময় এই কারখানায় উৎপাদন ক্ষমতা ছিল ১ মিলিয়ন টন বা ১০ লক্ষ টন।[3] এই কারখানা পরিচালনা করে ভারতীয় ইস্পাত নিগম লিমিটেট।
Public Sector Undertakings in India (Central Govt. Organization) | |
ব্যবসা হিসেবে | NSE: SAIL |
শিল্প | ইস্পাত |
প্রতিষ্ঠাকাল | 1955 |
সদরদপ্তর | রৌরকেলা, ভারত |
কর্মীসংখ্যা | ১৩৮৫২ (মার্চ ২০১৫) |
মূল প্রতিষ্ঠান | Steel Authority of India Limited |
তথ্যসূত্র
- http://www.rourkelacity.com/about-rourkela/timeline/
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৭।
- http://www.sail.co.in/rourkela-steel-plant/about-rourkela-steel-plant
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.