মিস্টার ইয়া মিস

মিস্টার ইয়া মিস (জনাব নাকি জনাবা) ২০০৫ এর ২ ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেখানে আফতাব শিবদাসানি একদিন ঘুম থেকে উঠে দেখেন যে তিনি নারী হয়ে গেছেন।.[1][2]

মিস্টার ইয়া মিস
পরিচালকঅন্তরা মলি
সৎচিত পুরাণিক
প্রযোজকরাম গোপাল ভর্মা
সুনীল চৈনানী
সমীর শ্রীবাস্তব
রচয়িতাঅন্তরা মলি
শ্রেষ্ঠাংশেঅন্তরা মলি
আফতাব শিবদাসানি
রিতেশ দেশমুখ
সুরকারঅমর মোহিলে
নিতিন রায়কোয়ার
রঙ্কিনি গুপ্ত
মুক্তি
  •  ডিসেম্বর ২০০৫ (2005-12-02)
দৈর্ঘ্য১৩৬ মিনিট
ভাষাহিন্দি

কাহিনীইঙ্গিত

একজন অসচ্চরিত্র ব্যক্তি আকস্মিকভাবে তার অনেক মেয়েবন্ধুদের মধ্য হতে একজনের দ্বারা মারা যায়। সে তখন এক নারীদেহে মূর্ত হয়। এটা তার জন্য কোন দ্বিতীয় সুযোগ নয় তবে তার আগের জীবনের কাজের শাস্তি।

ধীরে ধীরে নারীদের মতো জীবনধারণ করে সে তার ভুলগুলো বুঝতে পারে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.