ভুয়েল্তা অ্যা কলম্বিয়া
ভুয়েল্তা অ্যা কলম্বিয়া (স্পেনীয়: Vuelta a Colombia) বার্ষিকভিত্তিতে রাস্তায় অনুষ্ঠিত সাইক্লিং ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ। কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো পর্ব পেরিয়ে সাইকেল সহযোগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে। কখনো কখনো ভেনেজুয়েলা এবং ইকুয়েডরেও আগস্ট মাসের প্রথম দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলম্বিয়ান সাইক্লিং ফেডারেশন এ প্রতিযোগিতা আয়োজন করে।[1]
দৌড়ের বিস্তারিত | |
---|---|
তারিখ | আগস্ট |
অঞ্চল | কলম্বিয়া |
বাংলা নাম | কলম্বিয়া ট্যুর |
স্থানীয় নাম | ভুয়েল্তা অ্যা কলম্বিয়া (স্পেনীয়) |
বিভাগ | রাস্তা দৌড় |
প্রতিযোগিতা | ইউসিআই |
ধরন | পর্ব দৌড় |
ইতিহাস | |
প্রথম আসর | ১৯৫১ |
আসর সংখ্যা | ৬৪ (২০১৪ পর্যন্ত) |
প্রথম বিজয়ী | ![]() |
সর্বাধিক বিজয়ী | ![]() |
সাম্প্রতিক বিজয়ী | ![]() |
ইতিহাস
১৯৫১ সালে সর্বপ্রথম ভুয়েল্টা অ্যা কলম্বিয়া অনুষ্ঠিত হয়েছিল। সুদীর্ঘ ১,২৩৩ কিলোমিটার রাস্তায় অনুষ্ঠিত হওয়া এ সাইকেল দৌড় প্রতিযোগিতাকে ১০টি পর্বে বিভক্ত করা হয়েছে। তন্মধ্যে, তিনদিন বিশ্রাম নেয়ার জন্য বরাদ্দ করা হয়।[2] পঁয়ত্রিশজন সাইকেল আরোহী এ ক্রীড়ায় সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকেন। তন্মধ্যে ত্রিশজন এ ক্রীড়া শেষ করতে পেরেছিলেন।[3] ভুয়েল্তার প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিলেন এফরেইন ফোরেরো ত্রিভিনো। তিনি এ ক্রীড়ার সাতটি পর্বে বিজয়ী হন।[4] এ ক্রীড়ার দ্বিতীয় আসরে পর্ব সংখ্যা বৃদ্ধি করে ১৩ করা হয় ও দৈর্ঘ্য ১,৬৭০ কিলোমিটার করা হয়। এটি ১২ থেকে ২৭ জানুয়ারি, ১৯৫২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। এ প্রতিযোগিতায় ৬০জন সাইকেল প্রতিযোগী অংশ নেন।[5] তৃতীয় আসরটি প্রথম আসরের অনুরূপ ছিল যাতে ১৫টি পর্ব ছিল ও দূরত্ব ১,৭৫০ কিলোমিটার নির্ধারণ করা হয়।[6]
ঐ বছরগুলোয় প্রতিযোগিতা চলাকালে বেশ কয়েকটি মারাত্মক দূর্ঘটনা ঘটে। এমনিক প্রতিযোগিতাকালীন মৃত্যুর ঘটনাও ঘটেছে। কয়েকজন সাইকেল আরোহী গুরুতর আঘাত পান ও দূর্ঘটনার কারণে তাদের খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। তন্মধ্যে কনরাডো ‘টিটো’ গালো, গিলবার্তো আর্চকানয়, ফেলিপে লিনান ও আর্নেস্তো সান্তানদার অন্যতম।[7] ২০০৫ সালে ভুয়েল্তায় মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয় বেতার সাংবাদিক আলবার্তো মার্টিনেজ প্রাডের প্রতিযোগিতার সংবাদ সম্প্রচারকালে মৃত্যুবরণ করেন। হোস ফার্নান্দো লোপেজ ও হেক্টর উরেগোকে নিয়ে জীপে চড়ে মার্টিনেজ ভ্রমণ করছিলেন। কালার্কা অভিমূখে লা লিনেয়ার চূড়া থেকে গাড়ীটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গিরিখাতে পড়ে যায়।[8]
বর্তমানে এটি পনের পর্বের ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে যা সাইকেল ক্রীড়ায় অন্যতম কঠিন ক্রীড়া হিসেবে বিবেচিত। পবর্তসঙ্কুল রাস্তাগুলো ট্যুর ডে ফ্রান্সে ব্যবহার করা রাস্তার চেয়েও শতশত মিটার উঁচু।
২০১০ সালের আসরে ইন্দেপোর্টেস অ্যান্টিওকুইয়া-আইডিয়া-এফএলএ-লটেরিয়া ডে মেডেলিন দলের সার্গিও লুইস হেনাও বিজয়ী হন। তিনি তার দলীয় সঙ্গী অস্কার সেভিলা ও পূর্বেকার বছরের বিজয়ী হোস রুজানোকে পরাজিত করে এ সম্মাননা অর্জন করেন।[9]
বিজয়ীদের তালিকা
চালক | দল | ||
---|---|---|---|
১৯৫১ | ![]() |
এফরেইন ফোরেরো ত্রিভিনো (কলম্বিয়া) | প্লান্তা ডে সোদা ডে জিপাকুইরা-কান্দিনামারাকা |
১৯৫২ | ![]() |
হোস বেয়ার্ট (ফ্রান্স) | অটোমটো ভ্যাল |
১৯৫৩ | ![]() |
রামোন হয়োস (কলম্বিয়া) | কল্তেজার-অ্যান্টিওকুইয়া এ |
১৯৫৪ | ![]() |
রামোন হয়োস (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া ফুরজাস আর্মাদাস |
১৯৫৫ | ![]() |
রামোন হয়োস (কলম্বিয়া) | কল্তেজার-অ্যান্টিওকুইয়া |
১৯৫৬ | ![]() |
রামোন হয়োস (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া এ |
১৯৫৭ | ![]() |
হোস গোমেজ ডেল মোরাল (স্পেন) | স্পেন (জাতীয় দল) |
১৯৫৮ | ![]() |
রামোন হয়োস (কলম্বিয়া) | |
১৯৫৯ | ![]() |
রুবেন দারিও গোমেজ (কলম্বিয়া) | |
১৯৬০ | ![]() |
হার্নান মেদিনা কাল্ডারন (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া-সার্ভুনিওন |
১৯৬১ | ![]() |
রুবেন দারিও গোমেজ (কলম্বিয়া) | কামিসাস জারকানো |
১৯৬২ | ![]() |
রবার্তো "পাজারিতো" বুইত্রাগো (কলম্বিয়া) | |
১৯৬৩ | ![]() |
মার্টিন এমিলিও রদ্রিগুয়েজ (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া ব্লু বেল-র্যাঞ্জলার |
১৯৬৪ | ![]() |
মার্টিন এমিলিও রদ্রিগুয়েজ (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া এ |
১৯৬৫ | ![]() |
জাভিয়ের সুয়ারেজ (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া সুরামেরিকানা |
১৯৬৬ | ![]() |
মার্টিন এমিলিও রদ্রিগুয়েজ (কলম্বিয়া) | |
১৯৬৭ | ![]() |
মার্টিন এমিলিও রদ্রিগুয়েজ (কলম্বিয়া) | অ্যান্টিওকুইয়া র্যাঞ্জলার-কারিবু |
১৯৬৮ | ![]() |
পেদ্রো জুলিও সাঞ্চেজ (কলম্বিয়া) | টেলেপোস্টাল |
১৯৬৯ | ![]() |
পাবলো হার্নান্দেজ (কলম্বিয়া) | পিয়ার্স কান্ডিনামারাকা |
১৯৭০ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | জান্তা অ্যাডমিনিস্ত্রাদোরা ডে ডিপোর্তেস-কান্ডিনামারাকা |
১৯৭১ | ![]() |
আলভারো পাচন (কলম্বিয়া) | সিঙ্গার |
১৯৭২ | ![]() |
মিগুয়েল সামাচা (কলম্বিয়া) | সিঙ্গার |
১৯৭৩ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | ফেরেতেরিয়া রেইনা |
১৯৭৪ | ![]() |
মিগুয়েল সামাচা (কলম্বিয়া) | লিকোরেরা ডে কান্ডিনামারাকা |
১৯৭৫ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | বাঙ্কো কাফেতেরো |
১৯৭৬ | ![]() |
হোস পেত্রোসিনিও জিমেনেজ (কলম্বিয়া) | বাঙ্কো কাফেতেরো |
১৯৭৭ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | বাঙ্কো কাফেতেরো |
১৯৭৮ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | বেনোত্তো |
১৯৭৯ | ![]() |
আলফন্সো ফ্লোরেজ অর্তিজ (কলম্বিয়া) | ফ্রেসকোলা এ |
১৯৮০ | ![]() |
রাফায়েল অ্যান্টোনিও নিনো (কলম্বিয়া) | দ্রোগুইরিয়া ইয়ানেথ |
১৯৮১ | ![]() |
ফাবিও পারা (কলম্বিয়া) | লতেরিয়া ডে বয়াকা |
১৯৮২ | ![]() |
ক্রিস্টোবাল পেরেজ (কলম্বিয়া) | লতেরিয়া ডে বয়াকা |
১৯৮৩ | ![]() |
আলফন্সো ফ্লোরেজ অর্তিজ (কলম্বিয়া) | ভার্তা-কলম্বিয়া |
১৯৮৪ | ![]() |
লুইস হেরেরা (কলম্বিয়া) | ভার্তা-কলম্বিয়া |
১৯৮৫ | ![]() |
লুইস হেরেরা (কলম্বিয়া) | ভার্তা-ক্যাফে ডে কলম্বিয়া |
১৯৮৬ | ![]() |
লুইস হেরেরা (কলম্বিয়া) | ক্যাফে ডে কলম্বিয়া-ভার্তা |
১৯৮৭ | ![]() |
পাবলো উইলচেস (কলম্বিয়া) | পস্তোবোন-ম্যাঞ্জানা |
১৯৮৮ | ![]() |
লুইস হেরেরা (কলম্বিয়া) | ক্যাফে ডে কলম্বিয়া |
১৯৮৯ | ![]() |
অলিভেরিও রিনকন (কলম্বিয়া) | কাস্তালিয়া |
১৯৯০ | ![]() |
গুস্তাভো উইলচেস (কলম্বিয়া) | পস্তোবোন-ম্যাঞ্জানা-রিয়ালকাও |
১৯৯১ | ![]() |
আলভারো সিয়েরা (কলম্বিয়া) | পস্তোবোন-ম্যাঞ্জানা |
১৯৯২ | ![]() |
ফাবিও পারা (কলম্বিয়া) | আমায়া সেগুরস |
১৯৯৩ | ![]() |
কার্লোস জারামিলো (কলম্বিয়া) | আগুয়ারদিয়েন্তে অ্যান্টিওকুইনা |
১৯৯৪ | ![]() |
চেপে গঞ্জালেজ (কলম্বিয়া) | পস্তোবোন-ম্যাঞ্জানা |
১৯৯৫ | ![]() |
চেপে গঞ্জালেজ (কলম্বিয়া) | কেলমে-পনি মাল্টা |
১৯৯৬ | ![]() |
মিগুয়েল অ্যাঞ্জেল সানাব্রিয়া (কলম্বিয়া) | সেলে ইতালিয়া-গ্যাসিওসাস গ্লাসিয়াল-ম্যাগনিফ্লেক্স |
১৯৯৭ | ![]() |
হোস ক্যাসলব্লাঙ্কো (কলম্বিয়া) | টেলেকম-কেপিটেল-কেলমে |
১৯৯৮ | ![]() |
হোস ক্যাসলব্লাঙ্কো (কলম্বিয়া) | আভিয়াঙ্কা-টেলেকম-কেলমে |
১৯৯৯ | ![]() |
কার্লোস আলবার্তো (কলম্বিয়া) | কেলমে-কোস্তা ব্লাঙ্কা |
২০০০ | ![]() |
হেক্টর পালাসিও (কলম্বিয়া) | ০৫-অর্বিটেল |
২০০১ | ![]() |
হারনান বুয়েনাহোরা (কলম্বিয়া) | সেলে ইতালিয়া বাতেরিয়াস ম্যাক |
২০০২ | ![]() |
হোস ক্যাসলব্লাঙ্কো (কলম্বিয়া) | কলম্বিয়া সেলে ইতালিয়া আলক.ক্যাবিমাস |
২০০৩ | ![]() |
লিবার্দো নিনো (কলম্বিয়া) | লতেরিয়া ডে বয়াকা |
২০০৪ | ![]() |
হোস ক্যাসলব্লাঙ্কো (কলম্বিয়া) | অর্বিটেল-০৫ |
২০০৫ | ![]() |
লিবার্দো নিনো (কলম্বিয়া) | লতেরিয়া ডে বয়াকা-কোঅর্ডিনাদোরা |
২০০৬ | ![]() |
হোস ক্যাসলব্লাঙ্কো (কলম্বিয়া) | গবানাসিওন ডেল জুলিয়া-আলক কাবিমাস |
২০০৭ | ![]() |
সান্তিয়াগো বোতেরো (কলম্বিয়া) | ইউএনই-অর্বিটেল |
২০০৮ | ![]() |
জিওভানি বায়েজ (কলম্বিয়া) | ইপিএম-ইউএনই |
২০০৯ | ![]() |
হোস রুজানো (ভেনেজুয়েলা) | গবার্নাসিওন ডেল জুলিয়া |
২০১০ | ![]() |
সার্গিও হেনাও (কলম্বিয়া) | ইন্দেপোর্তেস অ্যান্টিওকুইয়া-আইডিয়া-এফএলএ-লতেরিয়া ডে মেডেলিন |
২০১১ | ![]() |
ফেলিক্স কার্দেনাস (কলম্বিয়া) | জিডব্লিউ শিমানো |
২০১২ | ![]() |
ফেলিক্স কার্দেনাস (কলম্বিয়া) | জিডব্লিউ শিমানো |
২০১৩ | ![]() |
অস্কার সেভিলা (স্পেন) | ইপিএম-ইউএনই |
২০১৪ | ![]() |
অস্কার সেভিলা (স্পেন) | ইপিএম-ইউএনই-এরিয়া মেট্রোপলিটানা |
২০১৫ | ![]() |
অস্কার সেভিলা (স্পেন) | ইপিএম-ইউএনই-এরিয়া মেট্রোপলিটানা |
২০১৬ | ![]() |
মরিসিও ওর্তেগা (কলম্বিয়া) | সুপারজিরোস-গানে-রেদেট্রান্স |
তথ্যসূত্র
- "Federacion Colombiana de Ciclismo" (স্পেনীয় ভাষায়)। Ciclismode colombia। ২০০৭-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৬।
- "History of the Vuelta a Colombia"। Compania Nacional de Chocolates। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-১০।
- "1a Vuelta a Colombia"। ২০০৮-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৯।
- "Vuelta a Colombia Histoia 1951"। Ciclismo de Colombia। ২০০৭-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-১১।
- "2a Vuelta a Colombia"। ২০১১-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৯।
- "3a Vuelta a Colombia 1953"। ২০১১-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৯।
- "Anecdotario de la Vuelta"। ২০০৮-০৩-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৯।
- "Sports journalist dies in accident in Tour of Colombia"। People's Daily online। সংগ্রহের তারিখ ২০০৭-১০-১৯।
- "Henao wins Vuelta a Colombia"। Cyclingnews.com। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১৭।