চাইনা ভাবিস

চাইনা ভাবিস বাংলাদেশী সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী অর্ণবের প্রথম একক স্টুডিও অ্যালবাম। ২০০৫ সালে একতার মিউজিক কর্তৃক বাংলাদেশের ঢাকায় এটি মুক্তি পায়।[1]

চাইনা ভাবিস
শায়ান চৌধুরী অর্ণব কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ জুন ২০০৫ (2005-06-01)[1]
ঘরানাপরীক্ষামূলক সঙ্গীত
দৈর্ঘ্য৫৮:৪৯'"`UNIQ--ref-০০০০০০০১-QINU`"'
সঙ্গীত প্রকাশনীএকতার মিউজিক, বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড[2]
প্রযোজকশায়ান চৌধুরী অর্ণব
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম
চাইনা ভাবিস (২০০৫) হোক কলরব (২০০৬)String Module Error: Match not foundString Module Error: Match not found

এই অ্যালবামে মোট তেরোটি গান অন্তর্ভুক্ত হয়েছে। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

গানের তালিকা

সবগুলি গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।

নং.শিরোনামলেখকদৈর্ঘ্য
১."আমার হারিয়ে যাওয়া" ৫:২৫
২."চিলতে রোদ" ৫.৫২
৩."ধূলো" ৩.৪৩
৪."চাইনা ভাবিস" ৪.০৫
৫."সে যে বসে আছে"শাহানা বাজপেয়ী৩.৩৮
৬."বৃষ্টি রাতে" ৪.২৪
৭."কোনোদিন" ৪.৪৬
৮."স্বপ্নরোগী" ৩.৪১
৯."বেবাগ বিবাগী" ৬.২৩
১০."হারিয়ে গিয়েছি" ৪.৩১
১১."যেতে হবে" ৬.০৮
১২."একদিন" ৪.৩০
১৩."ছোঁয়াছুই" ১.৪৩
মোট দৈর্ঘ্য:৫৮.৪৯

কর্মিবৃন্দ

তথ্যসূত্র

  1. "চাইনা ভাবিস"লাস্ট.এফএম। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫
  2. "নতুন প্রজন্মের সংগীত তারকা অর্ণব"news-bangla.com। অক্টোবর ১৬, ২০০৮। ২৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.