বাঙালি ব্রাহ্মণ

হিন্দু ধর্মের ব্রাহ্মণ সম্প্রদায় প্রাচীনকালাবধি বঙ্গ অঞ্চলে চিরস্থায়ীভাবে বসবাস করেছেন। বর্তমানে এই সম্প্রদায়ভুক্ত পরিবারবর্গ মূলত অধুনা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, এবং সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে । ১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত বিভাজিত হওয়ার পর বহু ব্রাহ্মণ পরিবার ভূতপূর্ব পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) থেকে শরণার্থী হিসেবে নবগঠিত ভারতীয় প্রজাতন্ত্রে আশ্রয় গ্রহণ করে ।

সাধারণত বঙ্গীয় ব্রাহ্মণগণ সুশিক্ষিত পণ্ডিত হয়ে থাকেন এবং কীর্তিমান ব্যক্তিত্ব বঙ্গীয় ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছেন । কলহন বিরচিত রাজতরঙ্গিণী-র শ্লোকানুসারে ব্রাহ্মণগণ মূলত পঞ্চ-গৌড় এবং পঞ্চ-দ্রাবিড়, এই দুই ভাগে বিভক্ত। কলহন কর্তৃক রচিত শ্লোকটি নিম্নে প্রদত্ত হল :

কর্ণাটকাশ্চ তৈলঙ্গা দ্রাবিড়া মহারাষ্ট্রকাঃ , গুর্জরাশ্চেতি পঞ্চৈব দ্রাবিড়া বিন্ধ্যদক্ষিণে ॥

সারস্বতাঃ কান্যকুব্জা গৌড়া উৎকলামৈথিলাঃ, পঞ্চগৌড়া ইতি খ্যাতা বিন্ধ্স্যোত্তরবাসিনঃ ॥

ব্রাহ্মণদের পদবীসমূহ

  • চক্রবর্তী/চক্রবর্ত্তী
  • ভট্ট/ভট্টাচার্য্য/ভট্টাচার্য্যী/ভট্টাচার্য
  • বন্দ্যোপাধ্যায়/ব্যানার্জী/ব্যানার্জি
  • গঙ্গোপাধ্যায়/গাঙ্গুলী
  • চট্টোপাধ্যায়/চ্যাটার্জী/চ্যাটার্জি
  • মুখোপাধ্যায়/মুখার্জী/মুখার্জি
  • উপাধ্যায়
  • গোস্বামী
  • দেবশর্মা/শর্মা
  • সরখেল
  • লাহিড়ী
  • মিশ্র
  • মৈত্র
  • সান্যাল
  • রায় নারায়ণ
  • ভাদুড়ী
  • ঘোষাল
  • পুতিতুন্ড
  • তেওয়ারি/ত্রিবেদী (পশ্চিমা)
  • মৌলিক
  • কাঞ্জিলাল
  • শাস্ত্রী
  • আচার্য্য/আচার্য্যী/আচার্য
  • পিরালি
  • অধিকারী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.